নয়াদিল্লি: দেশের প্রথম রেল ও পরিবহন বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট (এন আরটিআই) ২০২১-২০২২ সেশনে ট্রান্সপোটেশন ম্যানেজমেন্টের আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট-গ্র্যাজুয়েট ও পিজি ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি নিচ্ছে৷
আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়ানো হবে এই ৪ টি কোর্স– ১) বিবিএ ইন ট্র্যান্সপোটেশান ম্যানেজমেন্ট (৩) বছর, ২) বিএসসি ইন ট্র্যান্স পোটেশান টেকনোলজি (৩বছর).৩) বিটেক ইন রেল ইনফ্রাস্ট্রাকচার ইঙ্জিনিয়ারিং(৪ বছর) বিটেক ইন রেল সিস্টেম আ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (৪বছর) ৷ শিক্ষাগত যোগ্যতা- ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক আবশ্যিক বিষয় নিয়ে বিঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ট্রান্সপোটেশন টেকনোলজির বিএসসি ও ম্যানেজমেন্টর বিবিএ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন ৷ বিঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ ও সেই সঙ্গে জয়েন্টএন্ট্রাস পাশরা রেল ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বিটেক ও রেল সিস্টেম অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন ৷ এবার যারা উচ্চ ম্যাধমিক পরীক্ষা দিয়েছেন তারাও আবেদন যোগ্য৷
বয়স ১-৮-২০১৯ হিসাবে ২৫ বছরের মধ্যে ৷ তপসিলি ও উপজাতি ছেলে-মেয়েরা বয়সের ছাড় পাবেন ৷ পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে পোড়ানো হবে এই ৪টি কোর্স–১) এমবি ইন ট্রান্সপোটেশন ম্যানেজনেন্ট ২)এমবি ইন সাপ্লায় চেন ম্যানেজমেন্ট ৩) এমএসসি ইন ট্রান্সপোট টেকনোলজি অ্যান্ড পলিসি ৪)এমএসসি ইন ট্র্যান্সপোর্ট ইনফর্মেশন সিস্টেমস অ্যানালেটিক্স ৷গড়ে ৫৫%(তপশিলি ওউপজাতি ও ওবিসিদের বেলায় ৫০%) নম্বর পেয়ে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে ড্রিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা ভর্তির জন্য আবেদন করতে পারেন ৷বিবিএ,বিএসসি, এমএসসি,পিজিডিএম,ওএমবিএ দরখাস্ত জমা নেওবার শেষ তারিখ ২০ আগস্ট৷ সেশন শুরু সেপ্টেম্বর থেকে৷ আবেদন ফি জেনারেল ,ওবিসি ক্ষেত্রে ৫০০ টাকা৷ তপশিলি, উপজাতি,ওপ্রতিবন্ধীর বেলায় ২৫০ টাকা ৷ আবেদন করতে হবে এই ওয়েবসাইটে www.nrti.edu.in বিস্তারিত তথ্য পাবেন ওপরের ওয়েবসাইটে৷