‘অবিলম্বে নিয়োগ চাই’, দাবি জানিয়ে PSC ভবনের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

‘অবিলম্বে নিয়োগ চাই’, দাবি জানিয়ে PSC ভবনের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

কলকাতা:  দ্রুত নিয়োগের দাবিতে পিএসসি ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ফের উত্তপ্ত শহর কলকাতা৷ চাকরিপ্রার্থীদের দাবি, দুর্নীতিগ্রস্তদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে৷ শুধু তাই নয়, মেধা তালিকা প্রকাশের সময় রোল নম্বর ও চাকরি প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে৷ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের৷ তাঁদের স্লোগান, ‘এই অনাচার আর নয়’৷ 

আরও পড়ুন- Budget 2022: NPS-এ বাড়ল কর ছাড়ের হার, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা বাজেটে

চাকরির দাবিতে প্রার্থীদের বিক্ষোভ এ রাজ্যে নতুন নয়৷ বুধবার সকালে প্ল্যাকার্ড হাতে পাবলিক সার্ভিস কমিশনের দফতরের সামনে জড়ো হন চাকরিপ্রার্থীরা৷ অন্যদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই প্রস্তুত ছিল টালিগঞ্জ থানার পুলিশ৷ বেলা সাড়ে এগারোটা থেকে পিএসসি ভবনের সামনে শুরু হয় চাকরি প্রার্থীদের বিক্ষোভ৷ তাঁদের বক্তব্য, করোনা পরিস্থিতির দোহাই দিয়ে দীর্ঘদিন নিয়োগ বন্ধ রাখা চলবে না। এতে ক্ষতি হচ্ছে চাকরিপ্রার্থীদের। নিয়োগের অপেক্ষায় থাকতে থাকতে যেমন তাঁদের বয়স বাড়ছে, তেমনই ভাঙছে তাঁদের মনোবল৷ অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন যাতে নিয়োগ পরীক্ষা শুরু করে, সেই দাবিও জানানো হয়েছে৷ 

চাকরি প্রার্থীদের দাবি, বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ, ধারাবাহিক ভাবে পরীক্ষা নিতে হবে৷ নিয়োগের ক্ষেত্রে কোনও দুর্নীতি ও টালবাহানার চলবে না। এর আগে গত বছর অগাস্ট মাসে একই দাবিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। পিএসসি দুর্নীতি মঞ্চের পক্ষ থেকে সেবার একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছিল৷ দ্রুত ২০১৯ সালের আইসিডিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস ও ডব্লিউ বিসিএস গ্রুপ সিওডি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করতে হবে, দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা। সেই সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার্স,  ফায়ার অপারেটর্স, কেপিএস, স্কুল এসআই, ফুড এসআই, লাইভ স্টক ডেভেলপমেন্ট-সহ বিভিন্ন পদে দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিও জানানো হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =