Budget 2022: NPS-এ বাড়ল কর ছাড়ের হার, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা বাজেটে

Budget 2022: NPS-এ বাড়ল কর ছাড়ের হার, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা বাজেটে

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য সুখবর শুনিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা, কেন্দ্র ও রাজ্য, উভয় সরকারের কর্মচারীদের জন্য কর ছাড়  ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হল৷ জাতীয় পেনশন প্রকল্পে এই করছাড়ের পরিমাণ বাড়ানো হল৷  

আরও পড়ুন- Budget 2022: কর্পোরেট করে ছাড়, সুখবর পেলেন না চাকরিজীবীরা!

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয় পেনশন সিস্টেমের ক্ষেত্রে এবার থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারীদের একই স্তরের আওতায় নিয়ে আসা হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ টাকা পায়৷ রাজ্যের ক্ষেত্রে তা মাত্র ১০ শতাংশ৷ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সামাজিক সুরক্ষা সুবিধা নেওয়ার ক্ষেত্রে কর ছাড়ের সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হচ্ছে।’

এছাড়াও অর্থমন্ত্রী এদিন বাজেট ঘোষণায় বলেন, ‘‘ কোঅপারেটিভ সোসাইটির কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ এবং কর্পোরেট কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হল।’’ সীতারমন বলেন, ‘কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে সারচার্জ ১২ শতাংশ কমিয়ে ৭ শতাংশ (এক কোটি টাকা থেকে ১০ কোটি টাকা আয়) করা হবে। কর কমিয়ে ১৮ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে। বিশেষ ভাবে সক্ষমদের জন্য করছাড়ের পরিমাণও বাড়ানো হচ্ছে। আয়করে ছাড় দেওয়া হচ্ছে পেনশনভোগীদের। ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 7 =