BREAKING: এসএসসি মামলায় CBI তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য

BREAKING: এসএসসি মামলায় CBI তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা: এসএসসি নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ৷ নিয়ম মেনে মামলাটি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা৷

আরও পড়ুন- ২০১৬-র পর হয়নি পরীক্ষা, কবে হবে জানা নেই, দুর্নীতির কাঁটায় বিদ্ধ এসএসসি

এসএসসি নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ৷ অবিলম্বে এফআইআর দায়ের করে এই মামলার ভার সিবিআইকে গ্রহণ করার নির্দেশ দেন তিনি৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য। কিন্তু ব্যাক্তিগত কারণে মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি ট্যান্ডনের বেঞ্চ৷ এর আগেও একাধিক এসএসসি মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিল বিচারপতি ট্যান্ডনের বেঞ্চ৷ সেই সমস্ত মামল এই মুহূর্তে সুব্রত তালুকদারের বেঞ্চে বিচারাধীন৷ ফলত এই মামলাও বিচারপতি তালুকদারের বেঞ্চে হওয়ার সম্ভাবনা রয়েছে৷ 

গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, এই মামলায় এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সহ কমিটির বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে৷ সিবিআই প্রয়োজন বুঝে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে৷ আদালতের নির্দেশ মেনে এফআইআর দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে৷ আদালতের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানাল রাজ্য৷ তাঁদের যুক্তি, এই মামলায় সিবিআই তদন্তের আদৌ প্রয়োজন রয়েছে কিনা, তা খতিয়ে দেখা উচিত৷ এই মামলার তদন্তের জন্য এসএসসি’কে কিছুটা সময় দেওয়া হোক বলেও আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু সেই সময় সরকার বা এসএসসি-কে দেওয়া হয়নি৷ তার বদলে গোটা মামলার ভারই সিবিআই-এর হাতে তুলে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷