ছ’বছরে চার এজলাসে ঘুরেছে মামলা! শেষে নতিস্বীকার এসএসসি’র, এতজনকে একসঙ্গে নিয়োগপত্র

ছ’বছরে চার এজলাসে ঘুরেছে মামলা! শেষে নতিস্বীকার এসএসসি’র, এতজনকে একসঙ্গে নিয়োগপত্র

5ea5652d4949bf5c654a59751c4df676

কলকাতা: দীর্ঘ টালবাহানা। প্রায় ৬ বছর পর নতিস্বীকার করল এসএসসি এবং সাত জন চাকরিপ্রার্থীকে দিল নিয়োগপত্র। আদালত অবমাননার নোটিশ পেতেই এই সাত চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র তুলে দিল তারা। বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি শেখর ববি সরাফ, বিচারপতি অনিরুদ্ধ রায় এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস ঘুরে অবশেষে চাকরি পেলেন সাতজন।

আরও পড়ুন- ‘পরিবারকে হেনস্থা করতেই শান্তিকুঞ্জের কাছে সভা করছে অভিষেক!’ হাই কোর্টে মামলা শুভেন্দুর

২০১৬ সালের এসএলএসটি (SLST) পরীক্ষার ভিত্তিতে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ইতিহাসের শিক্ষক নিয়োগ করা হয়। নভেম্বর মাসে পরীক্ষা হওয়ার পর ফল প্রকাশ হয় ডিসেম্বরে। পরীক্ষার পরের মডেল উত্তরপত্র দেখার পর পরীক্ষার্থীরা জেনে যায় যে তারা কোন উত্তর ভুল বা ঠিক দিয়েছে। কিন্তু পরে এসএসসি আরও একটি উত্তরপত্র তৈরি করেছিল যা প্রকাশ করেনি। আর তাতে একটি প্রশ্নের উত্তর ভুল ছিল। সেই অনুযায়ী খাতা দেখা হয় এবং ফল প্রকাশ করা হয়েছিল। এরপরেই বাঁধে বিতর্ক। সঠিক উত্তর দিয়েও নম্বর পাননি অনেকে।

এদিন মামলার শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী আদালতে জানান যে, তাদের মক্কেল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সঠিক উত্তর দিয়েছেন। সপক্ষে একাধিক বই আদালতের কাছে তুলেও ধরেন তারা। পাশাপাশি এও দাবি করা হয়, এসএসসি তাদের রিভাইজ উত্তরপত্রে উত্তরটি ভুল করে, যার খেসারত দিতে হয়েছে মামলাকারীদের। এই ভুল কার্যত মেনে নিতেই এত বছর সময় লেগে গিয়েছে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে এক নম্বর পেয়ে চাকরি পেতে চলেছেন চাকরিপ্রাথীরা। এদিকে, এসএসসির পক্ষের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, এসএসসি উত্তরপত্রে ভুল ছিল। তবে সেটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। মামলাকারীরা যদি সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে তারা তাদের প্রাপ্ত নম্বর পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *