কলকাতা: জমজমাট ডিসেম্বর। আগামী শনিবার অর্থাৎ ৩ ডিসেম্বর শুভেন্দু গড় কাঁথিতে সভা করার কথা আগেই ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পাল্টা অভিষেকের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা৷ এরই মধ্যে কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘মেগা শো’-র বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করলেন স্বয়ং শুভেন্দু৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়কের অভিযোগ, তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করতেই তাঁর বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করছে তৃণমূল। এই অভিযোগেই বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা৷
শনিবার অধিকারীদের বাড়ি ‘শান্তিকুঞ্জে’র ১০০ মিটারের মধ্যে শাসকদলের কর্মসূচি রয়েছে। এর বিরোধিতা করে স্থানীয় থানা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু৷ কিন্তু, তাতে কোনও কাজ হয়নি বলেই অভিযোগ তাঁর। শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার দুপুর ২টোয় শুনানি৷
একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিডেপি’তে যোগ দেন শুভেন্দু অধিকারী৷ এর পর থেকে এই নিয়ে তৃতীয় বার কাঁথিতে সভা করছেন অভিষেক। এ বার সভাস্থল কাঁথি প্রভাত কুমার কলেজ ময়দান৷ এখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ঢিল ছোড়া দূরত্বে। গত দু’বারই ‘অধিকারী পাড়ায়’ দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাল্টা আক্রমণ শানিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়কও৷ যদিও দিন কয়েক আগে বিধানসভায় দেখা গিয়েছিল সৌজন্যের ছবি। এর পরেই অভিষেককে ‘শান্তিকুঞ্জে’ চায়ের নিমন্ত্রণ জানিয়েছিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু। যদিও তমলুকের সাংসদ দিব্যেন্দু এখনও ‘খাতায় কলমে’ তৃণমূলেরই সদস্য।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>