কলকাতা: উচ্চ প্রাথমিকের ইন্টারভিউতে ডাকা হল দেড় হাজারের বেশি চাকরিপ্রার্থীকে। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দিয়েছে। আগামী মাসেই অর্থাৎ অক্টোবরে হবে তাদের ইন্টারভিউ। জানা গিয়েছে, ১ হাজার ৫৮৫ জন চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে এসএসসি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেই জানান হয়েছে কর্তৃপক্ষের তরফে। এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল ২০১৬ সালে।
আরও পড়ুন: ৬ নম্বরে পার্থর নাম, নিয়োগ মামলায় প্রথম চার্জশিট দিল সিবিআই
৬ বছর আগে যে পরীক্ষা হয়েছিল তার মেধা তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এবং তার প্রেক্ষিতেই আদালতে মামলা হয়। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ওই মেধাতালিকা বাতিল করতে হবে, পাশাপাশি নতুন করে ইন্টারভিউ নিতে হবে। তার পরেই এসএসসি শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করল। সাংবাদিক বৈঠক করে চলতি সপ্তাহেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিয়োগ সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। বলা হয়েছিল, আদালতের অনুমতি পেলে পুজোর আগেই বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই মতো এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল এসএসসি।
জানা গিয়েছে, অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। যোগ্য চাকরিপ্রার্থীরা এসএসসির ওয়েবসাইট থেকে পার্সোনালিটি টেস্টের জন্য ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। ১৪ অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইটে তা পাওয়া যাবে। চাকরিপ্রার্থীদের সব প্রয়োজনীয় নথির অরিজিনাল এবং ফটোকপি করিয়ে নিয়ে ইন্টারভিউয়ের জন্য আসতে বলা হয়েছে। এসএসসির ওয়েবসাইট (www.westbengalssc.com) থেকে চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের চিঠি ডাউনলোড করতে পারবেন।