কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তাদের চার্জশিটে নাম রয়েছে ১৬ জনের। জানা গিয়েছে, এই নামগুলির মধ্যে ৬ নম্বরে আছে ইডির হাতে গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। এছাড়া নাম রয়েছে শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, সমরজিৎ আচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। এদিন আলিপুর আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই।
আরও পড়ুন- কয়লা পাচারে লালাকে মদতের অভিযোগ! IPS আকাশ মাঘারিয়ার তলব করল ইডি
গত সপ্তাহে এই একই মামলায় চার্জশিট দিয়েছিল ইডি। সেখানেও নাম আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এবার সিবিআই চার্জশিট নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম দিকে সিবিআই তদন্ত নিয়ে কিছুটা হতাশ ছিলেন। তবে এখন দেখার এই মামলায় সিবিআই চার্জশিট মূল বিষয়টিকে কোন দিকে নিয়ে যায়। চলতি সপ্তাহেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ফরেনসিক রিপোর্ট পেশ করেছিল সিবিআই। তাতে বিস্ফোরক কিছু তথ্য প্রকাশ্যে আসে। তারপর এদিন তারা তদন্ত শুরুর ৪৬ দিনের মাথায় চার্জশিট পেশ করল।
সিবিআই তাদের ফরেনসিক রিপোর্টে বলেছিল, খালি খাতা জমা দিয়েও নম্বর পেয়েছে অনেকে। তা মাত্র কয়েক নম্বর নয়, ৫০, ৫৩ নম্বর মিলেছে অনেকের! একই সঙ্গে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গ্রুপ সি-তে ৩ হাজার ৪৮১ জনের এবং গ্রুপ ডি-তে ২ হাজার ৮২৩ জনের নম্বর বদল করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ হয়তো ১ বা কেউ হয়তো ০ পেয়েছিল। সিবিআই জানিয়েছে, এসএসসি সার্ভার রুম থেকে ৩টি হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। সেই হার্ড ডিস্ক থেকেই এইসব তথ্য তারা জানতে পেরেছে।