SLST দুর্নীতি: SSC-র উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়কের সম্পত্তির নথি পেশের নির্দেশ

SLST দুর্নীতি: SSC-র উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়কের সম্পত্তির নথি পেশের নির্দেশ

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা: এসএসসি নবম-দশম নিয়োগ মামলায় চাঞ্চল্যকর মোড়৷ এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ককে সম্পত্তির নথি পেশের নির্দেশ৷ সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির নথি হলফনামা আকারে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷  এসএলএসটি গণিত বিভাগের নবম এবং দশম শ্রেণীর নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলার সময় এই নির্দেশ দেয় আদালত৷ 

আরও পড়ুন- ‘হঠাৎ’ বেকার হওয়া শিক্ষিকার পাশেই আদালত, কড়া নির্দেশ ‘অভিযুক্ত’ স্কুলকে

এদিন আদালতের নির্দেশে বলা হয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির খতিয়ান হলফনামা আকারে কলকাতা হাই কোর্টের কাছে পেশ করকে হবে৷ এসএসসি’র মাধ্যমে নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের যে অভিযোগ সামনে এসেছিল, সেখানেও শান্তিপ্রসাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে এজলাসে ডেকে জিজ্ঞাসাবাদও করেন৷ দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে৷ এদিন এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়কের সম্পত্তির যে খতিয়ান চাওয়া হয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ এসএসসি দুর্নীতির ক্ষেত্রে আর্থিক দুর্নীতির বিষয়টিও মাথায় রাখতে হবে বলে আগেও উল্লেখ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷  

এসএসসি এসএলএসটি নিয়োগ দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, প্যানেলের পিছনের দিকে থাকা প্রার্থীদের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ যোগ্য প্রার্থীরা চাকরি পাননি। এসএলএসটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান, দুর্নীতির শিকড় অনেক গভীরে। দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।