কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির চার সদস্যকে তলব করেছিল সিবিআই৷ কিন্তু, এদিন হাজিরা এড়ালেন উপদেষ্টা কমিটির ৪ সদস্যই৷ সোমবার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি রয়েছে৷ তাই আজ হাজিরা দেওয়া সম্ভব নয়৷ শনিবার দুপুর আড়াইটে নাগাদ ইমেল করে এমনটাই জানান তাঁরা৷ অন্যদিকে, পরবর্তী পদক্ষেপ নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছে সিবিআই৷ এমনটাই সূত্রের খবর৷
আরও পড়ুন- জ্বালানির দাম বাড়তেই বাজারে আগুন, কত বাড়ল চাল-তেলের দাম?
শুক্রবার রাত ১২টা নাগাদ সিবিআই-এর দুর্নীতি দমন শাখার তরফে এসএসসি’র উপদেষ্টা কমিটির ৪ সদস্যকে ইমেল করে তলব করা হয়৷ জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টার মধ্যে তাঁদের নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ এস আচার্য, পিকে বন্দ্যোপাধ্যায়, অলককুমার সরকার ও টি পাঁজাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ কিন্তু এদিন তাঁরা হাজিরা দেননি৷ সোমবার বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে মামলার শুনানি রয়েছে৷ সেই কারণ দেখিয়েই তাঁরা হাজিরা এড়ান৷
এর পরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসেন সিবিআই আধিকারিকরা৷ প্রথম নোটিশ এড়ানোর পর তাঁদের দ্বিতীয় নোটিশ দেওয়া হবে নাকি সোমবার ডিভিশন বেঞ্চে মামলা ওঠার পর অসহযোগিতার বিষয়টি তুলে ধরা হবে, সে বিষয় নিয়ে কথা চলছে নিজাম প্যালেসে৷ এই চার সদস্যের সঙ্গে পৃথক ভাবে যোগাযোগ করা হলে, তাঁরা কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি৷
এ প্রসঙ্গে বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এসএসসি নিয়োগ নিয়ে যে তরম দুর্নীতি হয়েছে, তা এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে৷ সে কারণেই সিবিআই জেরা থেকে বাঁচার চেষ্টা করছেন এসএসসি’র আধিকারিকরা৷ টাকার বিনিময়ে অবৈধ চাকরি দেওয়া হয়েছে৷ যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁরা বিচার পাবেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>