কলকাতা: গত ১১ ডিসেম্বর হয়েছিল বহু প্রতীক্ষিত টেট পরীক্ষা। এবার সেই পরীক্ষার ‘অ্যানসার কী’ প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর ফলে প্রার্থীরা তাঁদের দেওয়া উত্তর ঠিক হয়েছে কিনা, তা জানতে পারবেন। মঙ্গলবার পর্ষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুটি ওয়েবসাইটে গিয়ে এই ‘অ্যানসার কী’ দেখে নেওয়া যাবে। ওয়েবসাইটগুলি হল, www.wbbpe.org এবং wbbprimaryeducation.org।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের গর্বের জায়গাটা ফিরিয়ে আনতে হবে: বিচারপতি গঙ্গোপাধ্যায়
দীর্ঘ পাঁচ বছর পর ২০২২ সালের ডিসেম্বরে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। পর্ষদ প্রথম থেকেই বলেছিল যে, এই পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে তারা সব রকমের পদক্ষেপ নিচ্ছে। তাই পরীক্ষার্থীদের ওএমআর সিট বা উত্তরপত্রের প্রতিলিপিও দেওয়া হয়েছিল, যাতে তারা কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং কত নম্বর পাওয়া উচিত, তা সহজেই জানতে পারবেন। ইতিমধ্যেই প্রাথমিকে টেট উত্তীর্ণদের দুই দফার ইন্টারভিউ শেষ হয়েছে মঙ্গলবার। গোটা ইন্টারভিউ প্রক্রিয়া স্বচ্ছ ভাবে করতে ভিডিয়োগ্রাফি করার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ।
এই টেট পরীক্ষার জন্য ৬ লক্ষ ৯০ হাজার জন আবেদন করেছিলেন ১১ হাজার শূন্যপদের জন্য। এর আগে ২০১৭ সালে আবেদনকারীর সংখ্যা ছিল আড়াই লক্ষ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্য ছিল যে, এবার থেকে প্রত্যেক বছর টেট হবে, দু’বার নিয়োগ হবে বছরে। টেট ও নিয়োগ সংক্রান্ত কাজে কোনও তদন্ত হলে তিনি সহযোগিতা করবেন।