সুখবর! প্রায় ১০ হাজার শূন্যপদে সাব ইন্সপেক্টর-কনস্টেবল নিয়োগ করবে রাজ্য পুলিশ

সুখবর! প্রায় ১০ হাজার শূন্যপদে সাব ইন্সপেক্টর-কনস্টেবল নিয়োগ করবে রাজ্য পুলিশ

কলকাতা: রাজ্য পুলিশে বিপুল নিয়োগ৷ সাব-ইন্সপেক্টার/লেডি লাব ইন্সপেক্টর এবং কনস্টেবল/লেডি কনস্টেবল পদে প্রচুর প্রার্থী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)৷ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অবিলম্বে আবেদন করুন৷ রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে অনলাইনে আবেদনের জন্য  wbpolice.gov.in লিঙ্কে ক্লিক করুন৷  

আরও পড়ুন-  বাজেট ঘোষণার ৭ দিনের মধ্যেই শিক্ষকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি!

মোট ৯ হাজার ৭২০টি শূন্য পদে কনস্টেবল এবং এসআই নিয়োগ করা হবে৷ রাজ্য পুলিশের অফিশিয়াল ওয়েবাসাইটে এই বিষয়ে বিশদে বলা রয়েছে৷ অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করা যাবে৷ আবেদন করার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টা৷ 

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট ২০২১: শূ্ন্যপদের বিস্তারিত বিবরণ- 
•    কনস্টেবল- ৭,৪৪০টি শূন্যপদ
•    লেডি কনস্টেবল- ১,১৯২টি শূন্যপদ
•    এসআই (আনআর্মড ব্র্যাঞ্চ)- ৭৫৩টি শূন্যপদ
•    লেডি এসআই (আনআর্মড ব্রাঞ্চ)- ১৫০টি শূন্যপদ  
•    এসআই পুলিশ (আর্মড ব্রাঞ্চ)- ১৮৫টি শূন্যপদ

আরও পড়ুন- TET মামলায় বড় ধাক্কা রাজ্যের, রিপোর্ট তলব হাইকোর্টের

কী ভাবে আবেদন করতে হবে- 
আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট  wbpolice.gov.in-এ তাঁদের তথ্য, স্ক্যান ছবি, সাক্ষর আপলোড করে আবেদন জমা দিতে পারবেন৷ অনলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে৷ নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ের পর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না৷ 

 

শিক্ষাগত যোগ্যতা- 
•    কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাশ করতে হবে৷ আবেদনকারীক্ অবশ্যই বাংলায় কথা বলা, বাংলা পড়া ও লেখা জানতে হবে৷ তবে এই নিয়ম দার্জিংলিং এবং কালিম্পং –এ পার্বত্য জেলায় স্থায়ী বসবাসকারীদের জন্য প্রযোজ্য নয়৷  
বয়স-  আবেদনকারীর বয়স ন্যূনতন ২০ হতে হবে৷ ০১.০১.২০২১ এ সর্বোচ্চ বয়স হতে হবে ২৭৷ 
•    সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে৷ বাংলায় কথা বলতে, বাংলা পড়তে ও লিখতে জানতে হবে৷ তবে এটি দার্জিলিং ও কালিম্পং-এর বাসিন্দাদের জন্য প্রযোজ্য নয়৷ 

বয়স- এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্য৷ 

•    অনলাইনে আবেদনকারীদের ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 5 =