বাজেট ঘোষণার ৭ দিনের মধ্যেই শিক্ষকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি!

বাজেট ঘোষণার ৭ দিনের মধ্যেই শিক্ষকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি!

কলকাতা: ভোটের আগে সরকারি কর্মচারীদের প্রতি সুখবর শোনাল রাজ্য সরকার৷ রাজ্য বাজেট ঘোষণার এক সপ্তাহের মধ্যেই রাজ্যের প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক পার্শ্বশিক্ষক সহ একাধিক শ্রেণির শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপর ‘কল্পতরু’ হতে দেখা গেল রাজ্য সরকারকে। শনিবার রাজ্য সরকার তরফে একটি নির্দেশিকা জারি জানানো হয়েছে, পার্শ্বশিক্ষক সহ আরও কয়েকটি শ্রেণির শিক্ষকের বেতন বছরে ৩ শতাংশ হারে বৃদ্ধি করা হবে।

গত ৫ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিধানসভায় পেশ হওয়া রাজ্য বাজেটেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন শিক্ষকদের এই বেতন বৃদ্ধির কথা। আর মুখ্যমন্ত্রীর বাজেটে ঘোষিত এই বেতন বৃদ্ধির প্রস্তাবকে সফলভাবে রূপায়ণের উদ্দেশ্যে শুক্রবার রাজ্য শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে। এই নির্দিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পার্শ্বশিক্ষক (প্রাথমিক ও উচ্চ প্রাথমিক), শিক্ষাবন্ধু, স্পেশ‌্যাল এডুকেটার ছাড়াও এসএসকে এবং এমএসকেগুলির সহায়ক/সহায়িকা, সম্প্রসারক/সম্প্রসারিকরা এই বেতন বৃদ্ধির আওতায় আসবেন৷ পয়লা ফেব্রুয়ারি থেকেই লাগু হবে এই নিয়ম।

শুক্রবার রাজ্য শিক্ষা দফতরের জারি করা এই বিজ্ঞপ্তিতে বেতন বৃদ্ধির পাশাপাশি এও জানানো হয়েছে, এই অস্থায়ী শিক্ষক অর্থাৎ পার্শ্বশিক্ষক (প্রাথমিক ও উচ্চ প্রাথমিক), শিক্ষাবন্ধু, স্পেশ‌্যাল এডুকেটার, এসএসকে এবং এমএসকে-গুলির সহায়ক/সহায়িকা, সম্প্রসারক/সম্প্রসারিকরা ৬০ বছর বয়সে অবসর গ্রহণের পর ৩ লক্ষ টাকা অনুদান পাওয়ার বিষয়ে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ঘোষিত ঘোষিত প্রস্তাবের রূপায়ণের বিজ্ঞপ্তিও শীঘ্রই জারি করা হবে।

বেতনক্রম সংশোধনের দাবিতে বেশ কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন পার্শ্বশিক্ষকদের একাংশ৷ কখনো মিছিল, কখনো অবস্থান বিক্ষোভ, কখনো বা অনশন, তবুও রাজ্য সরকার যেন এতদিন উদাসীন ছিল এই অস্থায়ী শিক্ষক/শিক্ষিকাদের প্রতি। এই বেতনক্রম পুনরায় পর্যালোচনার দাবিতে সম্প্রতি কলকাতার সল্টলেক বিকাশ ভবনে অভিযানের চেষ্টাও চালিয়েছিলেন পার্শ্বশিক্ষকরা, কিন্তু পুলিশ তাদের বাধা দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =