কলকাতা: ফুড সাব ইনস্পেক্টর পদে ৯৯৭ জনের প্যানেল বাতিল হল। নিয়োগে অস্বচ্ছতা, সংরক্ষণ নীতি লঙ্ঘনের মামলা করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই ৯৯৭ জনের প্যানেল বাতিল করেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। ২০১৮ সালের ৯৯৭ জনের প্যানেল বাতিল করা হয়েছে। এই ক্ষেত্রেও মূল অভিযোগ আছে দুর্নীতির। দাবি করা হয়েছে, প্যানেলে যাদের নাম নীচের দিকে ছিল বা থাকার কথা তাদের অপরের দিকে আনা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ‘হঠাৎ’ বেকার হওয়া শিক্ষিকার পাশেই আদালত, কড়া নির্দেশ ‘অভিযুক্ত’ স্কুলকে
এই প্যানেলে যাদের নাম ছিল তাঁদের মধ্যে ১০০ জনের বেশি ইতিমধ্যে চাকরিতে যোগদান করেছিল। বাকিরা অপেক্ষা করছিল যোগদানের। কিন্তু আজকের এই সিদ্ধান্তের পর সকলের ভবিষ্যৎ যে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে তা বলাই বাহুল্য। যারা চাকরি পেয়েছেন তাঁদের সেই চাকরি তো ছেড়ে দিতেই হবে। এতদিনের বেতন ফেরত দিতে হবে কিনা সেই ব্যাপারে এখনও কিছু স্পষ্ট জানান হয়নি। এসএসসি নিয়ে তো ভুরিভুরি অভিযোগে প্রায় নাজেহাল সরকার। সেখানেও লাগাতার দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। এখন আবার ফুড সাব ইনস্পেক্টর পদকে কেন্দ্র করেও অস্বস্তিতে সরকার।