Aajbikel

টয়লেট সিটের থেকে ৪০ হাজার গুণ বেশি জীবাণু জলের বোতলে! আপনি জানতেন

 | 
covid

কলকাতা: বাথরুম, কোমড শুনলেই প্রথমে জীবাণুর কথাই মনে পড়ে। সাধারণভাবেই মানুষের ধারণা যে এইসব জায়গাতেই সবথেকে বেশি জীবাণু থাকে। তাই ব্যবহার করার পর ভালো করে হাত, মুখ ধোয়াই দস্তুর। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য সামনে এসেছে তা জানলে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হবে। দাবি করা হয়েছে, টয়েলেটের থেকেও বেশি জীবাণু থাকে বাড়ির জল খাওয়ার প্লাস্টিকের বোতলে! শুনতে অবাক লাগলেও এমনই দাবি বিজ্ঞানীদের একাংশের। 

আরও পড়ুন- সর্দি-জ্বর হলেই অযথা অ্যান্টিবায়োটিক নয়! বার্তা দিল IMA

বিভিন্ন ধরনের বোতল থেকে নমুনা সংগ্রহ করে এমন তথ্যই দিয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, টয়লেট সিটে যে পরিমাণ জীবাণু থাকে তা তেমন কিছুই নয়! কারণ বাড়ির জলের বোতলে তার থেকে প্রায় ৪০ হাজার গুন বেশি জীবাণু থাকে। জানান হয়েছে, গ্ৰাম নেগেটিভ রড ও ব্যাসিলাস গোত্রের ব্যাকটেরিয়াগুলি জলের বোতলে বেশি থাকে। মূলত তা থেকে যাবতীয় পেটের সমস্যা হয়। আর এই জীবাণুযুক্ত বোতল থেকে জল খেলে অ্যান্টিবায়োটিকও বেশি ভাল কাজ করে না। তাই এখন থেকেই বিজ্ঞানীরা সাবধান হতে বলছেন সকলকে। পরামর্শ দেওয়া হচ্ছে, বেশিদিন যেন এক জলের বোতল ব্যবহার না করা হয়। বা করলেও ঘন ঘন তাকে পরিষ্কার করতে হবে। 

তবে শুধু যে প্লাস্টিকের জলের বোতলে এই সমস্যা দেখা যাচ্ছে এমনটা নয়। বাজারের বিভিন্ন ধরনের বোতলেই এই ধরনের জীবাণু বাস করতে পারে। তাই এক কথায়, জল খাওয়ার বোতল কোনও ভাবেই বেশিদিন ব্যবহার করা নিরাপদ নয়। ব্যবহার করলে পেটের সমস্যা প্রতিনিয়ত বাড়তে থাকবে তাতে পরে গোটা শরীরেই প্রভাব পড়তে পারে।  

Around The Web

Trending News

You May like