‘চোরা ওমিক্রনে’ ফাঁকি দিচ্ছে RT-PCR টেস্টকেও! কতটা বিপজ্জনক ওমিক্রনের নয়া রূপ?

‘চোরা ওমিক্রনে’ ফাঁকি দিচ্ছে RT-PCR টেস্টকেও! কতটা বিপজ্জনক ওমিক্রনের নয়া রূপ?

কলকাতা:  গোটা বিশ্বকে গ্রাস করার পর চুপিসারে ঢুকে পড়েছে ওমিক্রনের সাবস্ট্রেনও৷ ইতিমধ্যেই ওমিক্রন ভ্যারিয়েন্টের নয়া রূপ বিএ.২ এর হদিশ মিলেছে ৪০টি দেশে৷ “চোরা ওমিক্রন” কতটা সংক্রামক তা এখনই বলা সম্ভব না হলেও, বিএ.২ কে সবচেয়ে উদ্বেগের বিষয় হল এটি স্ট্রেইন আরটি-পিসিআর টেস্টকেও ফাঁকি দিচ্ছে।

আরও পড়ুন- ৫ বছরের নীচে শিশুদের পরতে হবে না মাস্ক, হাঁপানি রোগীরা কি মাস্ক পরবেন?

ওমিক্রনের এই নয়া রূপ নিয়ে ইউরোপে ইতিমধ্যেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, ইতিমধ্যেই ওমিক্রনের তিনটি সাব-স্ট্রেইনের হদিশ মিলেছে৷ এগুলি হল-বিএ.১, বিএ.২ এবং বিএ.৩। তবে এই মুহূর্তে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে বিএ.১ সাব স্ট্রেইনটি৷ ওমিক্রনের বিএ.১ সাব-স্ট্রেইন ডমিন্যান্ট ভ্যারিয়েন্ট হয়ে উঠলেও,  বিভিন্ন দেশে ধরা পড়েছে বিএ.২ স্ট্রেনটিও৷

ব্রিটেনে এখনও পর্যন্ত ওমিক্রনের নয়া রূপ বিএ.২ ভ্যারিয়েন্টে আক্রান্ত ৪২৬ জনের খোঁজ মিলেছে৷ জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে তএই হদিশ মিলেছে৷ উল্লেখ্য, ওমিক্রনের নয়া রূপ প্রথম ধরা পড়ে ২০২১ সালের  ৬ ডিসেম্বর। লন্ডনে এখনও পর্যন্ত বিএ.২ –এ আক্রান্ত ১৪৬ জন আক্রান্ত হয়েছেন৷ এই অবস্থায় ভারতকেও সতর্ক করা হয়েছে৷

কিন্তু কেন আরটিপিসিআর টেস্টে ধরা পড়ছে ওমিক্রনের এই নয়া রূপ? বলা হয়েছে, ওমিক্রমের এই নয়া সাব স্ট্রেইনে স্পাইক নেই৷  তাই সে সহজেই ফাঁকি দিয়ে দিচ্ছে আরটিপিসিআর টেস্টকেও৷ বিএ.১ সাব স্ট্রেই অনেক সময়েই আরটি-পিসিআর টেস্টে ধরা না পড়লেও বিশেষজ্ঞরা মনে করছেন,  করোনা সংক্রমণ চিহ্নিত করতে এই পরীক্ষাই সবথেকে বেশি কার্যকর। ওমিক্রন ভ্যারিয়েন্টের কমপক্ষে ৩০ বার মিউটেশন হয়েছে৷ তারপরও এটির স্পাইক প্রোটিন আরটি-পিসিআর পরীক্ষায় চিহ্নিত করা সম্ভব হয়েছে৷ তাই এই পরীক্ষা যে সম্পূর্ণ রূপে ব্যর্থ, তা জোড়ের সঙ্গে বলা চলে না বলেই মত বিশেষজ্ঞদের। 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *