রিপোর্ট বলছে ৮৬ শতাংশের বন্ধ্যত্বের ঝুঁকি! বঙ্গের পুরুষদের হল কী

রিপোর্ট বলছে ৮৬ শতাংশের বন্ধ্যত্বের ঝুঁকি! বঙ্গের পুরুষদের হল কী

কলকাতা: অনেক সমস্যা নিয়েই প্রকাশ্যে আলোচনা করা যায়, করা হয়। কিন্তু কিছু কিছু সমস্যা আছে যা নিয়ে মানুষ কথা বলতে ইতস্তত বোধ করে। বিষয়টি নারী-পুরুষ উভয়ক্ষেত্রেই প্রযোজ্য। এই রকমই একটি ইস্যু হল বন্ধ্যাত্ব। এবার এই নিয়ে সাংঘাতিক এক রিপোর্ট সামনে এসেছে যাতে দাবি করা হয়েছে, দেশের একটি রাজ্যের পুরুষদের মধ্যে সমস্যা প্রবল হচ্ছে। কোন রাজ্য? চিন্তা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন- হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ, ‘দুয়ারে রেশন’ নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের

দেশের অন্য সব রাজ্যের পুরুষের তুলনায় পশ্চিমবঙ্গের পুরুষদের মধ্যে মারাত্মক হারে বাড়ছে বন্ধ্যত্বের সমস্যা। রিপোর্ট অনুসারে, বাংলার প্রায় ৮৬ শতাংশ পুরুষ বন্ধ্যত্বের সমস্যায় জর্জরিত। তাদের শরীরে শুক্রাণুর পরিমাণ এবং সন্তান উৎপাদনের ক্ষমতা উভয়েই ব্যাপক হারে কমছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে বাড়ছে কৃত্রিম পদ্ধতি বা আইভিএফ দ্বারা সন্তান জন্ম দেওয়ানোর প্রবণতা। বলাই বাহুল্য, বিষয়টি যে খুব একটা ভালো দিকে নিয়ে যাচ্ছে না তা ইতিমধ্যেই ধারণা করেছেন চিকিৎসকরা। অবশ্য ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে হওয়া সমীক্ষা এমনটাই বলছে।

বিশেষজ্ঞ মহলের দাবি, গোটা দেশেই পুরুষদের মধ্যে এই সমস্যা বাড়ছে এবং আগামী দিনে তা আরও প্রবল হবে। কিন্তু পশ্চিমবঙ্গে এই রোগের হার বেশি। এমনিতে একাধিক কারণে বন্ধ্যাত্বের সমস্যা হয় যেমন, মানসিক চাপ, অতিরিক্ত ব্যস্ততা, অপুষ্টিকর খাদ্যাভ্যাস এবং অস্বাস্থ্যকর জীবনযাপন, দেরিতে বিয়ে। কিন্তু মূলত বাংলার পুরুষদের মধ্যে কেন এই সমস্যা বাড়ছে তা আলাদা করে এখনও আন্দাজ করা যায়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 19 =