করোনা চিকিৎসা থেকে বাদ আইভারমেক্টিন, হাইড্রক্সিক্লোরোকুইন!

করোনা চিকিৎসা থেকে বাদ আইভারমেক্টিন, হাইড্রক্সিক্লোরোকুইন!

নয়াদিল্লি: করোনা ভাইরাস চিকিৎসার ক্ষেত্রে মনে করা হয়েছিল যে এই দুটি ওষুধ কার্যকরী হবে। কিন্তু আদতে তেমন কিছু হল না। সেই কারণে আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন, এই দুটি ওষুধকে কোভিড চিকিৎসা থেকে বাদ দেওয়া হয়েছে। এমনটাই স্পষ্ট করে দিয়েছে আইসিএমআর। তাঁদের তরফ থেকে জানান হয়েছে, এই দুটি ওষুধ যে করোনা চিকিৎসায় যথেষ্ট কার্যকরী, তা প্রমাণিত হয়নি। 

আরও পড়ুন- পরিবেশ বাঁচানোর দাবিতে ধর্মঘট! কুর্নিশ পরিবেশকর্মীদের

আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন প্রসঙ্গে আইসিএমআর জানাচ্ছে, দীর্ঘ দিন ধরেই এই দুটি ওষুধ নিয়ে আলোচনা এবং গবেষণা হয়েছে। প্রাথমিক পর্যায়ে মনে করা হচ্ছিল যে, করোনা ভাইরাস চিকিৎসায় এই ওষুধ কার্যকরী ভূমিকা পালন করবে। কিন্তু আদতে তেমন কিছু প্রমাণ মেলেনি। সেই কারণেই কোভিড চিকিৎসার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই দুটি ওষুধকে। উল্লেখ্য, গত মে মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস এই দুটি ওষুধকে নিয়ে আপত্তি জানিয়েছিল, যার সমর্থন করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তখন আইসিএমআর সহমত পোষণ করেনি। তবে এখন অবশেষে তারা জানিয়ে দিল যে, করোনা চিকিৎসায় আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন খুব একটা কার্যকরী নয়। 

আরও পড়ুন- খরচ কোটিতে! উপনির্বাচনের ব্যয় নিয়ে আদালতে প্রশ্নের মুখে কমিশন

গত বছর করোনা ভাইরাস প্রথম ঢেউ চলার সময়েই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে করোনাভাইরাস চিকিৎসায় হাইড্রোক্লোরোকয়াইন ব্যবহার করার সুপারিশ করেছিল। করোনা আক্রান্ত হতে পারেন, অথবা করোনা লক্ষণ রয়েছে এমন ব্যক্তিদের হাইড্রোক্লোরোকয়াইন দেওয়ার যেতে পারে, এমন ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৩৮২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৪২ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১৬২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৯৪ হাজার ৮০৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =