কলকাতা: দাম যতই বেড়ে যাক, পান কি কমতে পারে? একেবারেই না। মদ নিয়ে মানুষের ‘ফ্যান্টাসি’ হয়তো কমার নয়। দিন যত এগোচ্ছে তাই মদ খাওয়ার প্রবণতা বাড়ছে, তা দাম যতই বাড়ুক না কেন। আর এতে এগিয়ে রয়েছেন পুরুষরাই। যদিও নারীরা একটু ‘ভাল’ জায়গায় আছেন। সাম্প্রতিক সমীক্ষা এমনি কিছু ইঙ্গিত দিয়েছে। তাহলে দেখা যাক, মদ খাওয়ার বাস্তব চিত্র ঠিক কী বলছে।
আরও পড়ুন: ২৬/১১-এর স্মৃতি ফিরবে! পাকিস্তানি নম্বর থেকে পুলিশের কাছে এল হুমকি
অক্সফোর্ড অ্যাকাডেমিক জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, পুরুষদের দৈনিক মদ্যপানের পরিমাণ বেড়েছে আগের থেকে ২৪.১৯ শতাংশ। উল্টোদিকে মহিলাদের মদ্যপানের প্রবণতা কমেছে ৩৯ শতাংশ। তবে সপ্তাহে একবার মদ্যপান করা মানুষের সংখ্যা বেড়েছে ৭.২৪ শতাংশ। তবে কয়েক বছরের আগে রিপোর্ট অনুযায়ী বলা যায় যে, পুরুষদের মধ্যে মদ খাওয়ার প্রবণতা কমেছে। ২০১৫-১৬ সালের তুলনায় এই মুহূর্তে তা কমেছে প্রায় ২৩ শতাংশ। তবে মহিলাদের ক্ষেত্রে একটু কপাল ভাঁজ হবে কারণ মদ ছেড়ে তারা অন্য জিনিসের প্রতি ঝুঁকছেন।
সমীক্ষা বলছে, মদ ছেড়ে দিয়ে মহিলারা বেশি ঝুঁকছেন বিয়ার বা লোকাল পানীয়র দিকে। এক্ষেত্রে তাড়ি বা ওই ধরনের স্থানীয় মদ পছন্দ তাদের। তবে সার্বিকভাবে মহিলাদের মধ্যে যে কোনও মদ খাওয়ার প্রবণতা পুরুষদের তুলনায় অনেকটাই কম। এমনটাই দাবি করছে এই সমীক্ষা। এই ক্ষেত্রে বলাই যায়, পুরুষদের শারীরিক ঝুঁকিও প্রচুর বাড়ছে অতিরিক্ত মদ খাওয়ার জন্য। মূলত যারা প্রতি সপ্তাহে মদ খান তারা সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়তে পারেন বলেই আশঙ্কা।