বদহজম না হার্টের সমস্যা বুঝবেন কীভাবে? উপায় রয়েছে অনেক

বদহজম না হার্টের সমস্যা বুঝবেন কীভাবে? উপায় রয়েছে অনেক

কলকাতা: কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রয়াত হয়েছেন জনপ্রিয় গায়ক কেকে। সার্বিকভাবে তাঁর মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন যে তাঁর মৃত্যুর মূল কারণ ‘মায়োকার্ডিয়াল ইনফার্কশন’। সহজ ভাষায় কার্ডিয়াক অ্যারেস্ট। কিন্তু জানা গিয়েছে, অনেক আগে থেকে তাঁর হার্টের রোগ ছিল কিন্তু তা তিনি পাত্তা দেননি হজমের সমস্যা মনে করে। সেই কারণে মুঠো মুঠো গ্যাসের ওষুধ, অ্যান্টাসিড তিনি খাচ্ছিলেন বলেই খবর। এখানেই প্রশ্ন, হার্টের সমস্যা হচ্ছে নাকি হজমের, এটা বোঝা যাবে কী ভাবে? সেই প্রশ্নের উত্তর অবশ্যই আছে।

আরও পড়ুন- হোটেলের লবিতে কেকে! মৃত্যুর কয়েক মিনিট আগের ফুটেজ দেখে চোখে জল ভক্তদের

চিকিৎসকরা বলছেন, হৃদযন্ত্রের কোনও সমস্যা হচ্ছে কিনা তা বোঝার জন্য প্রাথমিকভাবে রোগীর মেডিক্যাল ইতিহাস দেখতে হবে। সে অতিরিক্ত বা স্বল্প হলেও নেশা করে কিনা, পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস আছে কিনা। এইসব থাকার পর যদি সেই রোগীর বারবার হজমের সমস্যা হতে থাকে তাহলে বুঝতে হবে হার্টের সমস্যা হচ্ছে। তখন থেকেই তাহলে তাঁকে সতর্ক হতে হবে। ডাক্তারদের আরও পরামর্শ, বেশ কিছু দিন ধরে যদি মনে হয় ওষুধ খেয়েও ‘গ্যাসের সমস্যা’ মিটছে না, তাহলে তড়িঘড়ি চিকিৎসকের কাছে যাওয়া উচিত। কারণ সেটাই হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।

আসলে দুইয়ের উপসর্গ প্রায় একই রকম থাকে প্রাথমিক পর্যায়ে। সেগুলি হল, বুকে জ্বালা, ব্যাথা, শ্বাসকষ্ট ইত্যাদি। পাশাপাশি বিশেষজ্ঞরা আরও বলছেন, এই ধরণের সমস্যা হলেই দুম করে অ্যান্টাসিড বা কোনও ওষুধ না খেতে। একবার খাওয়ার পরেও যদি না কমে বা কমে যাওয়ার পর আবার ফিরে আসে, তাহলেই ডাক্তার দেখাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eighteen =