কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় ছিল গুরুদাস কলেজের ফেস্ট৷ নজরুল মঞ্চে লাইভ পারফর্ম্যান্স ছিল কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র৷ অনুষ্ঠানের মাঝে বারবার ঘাম মুছতে দেখা গিয়েছিল শিল্পীকে৷ মাঝে মাঝেই বোতল থেকে গলায় ঢালছিলেন জল৷ কিন্তু কন্ঠ থামেনি তাঁর৷ অনুষ্ঠান সেরে হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন গায়ক কেকে। কিন্তু, হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ। প্রয়ি শিল্পীর অকাল প্রয়াণ এখনও মেনে নিতে পারছেন না তাঁর ভক্তরা। তাঁদের কানে এখনও বেজে চলেছে, ‘হাম রহে ইয়া না রহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল…৷’ কেকের মৃত্যু শোকের মধ্যেই প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজ।
আরও পড়ুন- ধমনীতে ৭০% ব্লকেজ নিয়েই পারফর্ম, কেকে ছিলেন আদ্যন্ত পেশাদার
ওই ফুটেজে দেখা গিয়েছে, হোটেলের লবি দিয়ে হেঁটে যাচ্ছেন কেকে। মনে হচ্ছে, লিফ্ট থেকে নামার পর ওই লবি দিয়ে হেঁটেই ঘরে ঢুকেছিলেন তিনি৷ কিন্তু, দেখা একটুকুও বোঝা যায়নি তিনি অসুস্থ৷ তবে ঘরে ঢুকতেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি৷ টেবিলের কোনায় লেগে মাথা কেটে যায় তাঁর৷ কেকে সংজ্ঞা হারাতেই হোটেলের কর্মীদের চিৎকার করে ডাকতে থাকেন তাঁর ছায়াসঙ্গী ম্যানেজার হিতেশ ভাট৷ কারোর সাড়া না পেয়ে ফোন করেন রিশেপসনে৷ খবর পেয়েই ছুটে আসেন কর্মীরা৷ ডাকা হয় হোটেলের চিকিৎসককেও৷ তাঁর পরামর্শেই তড়িঘড়ি কেকে-কে নিয়ে যাওয়া হয় একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে৷ কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই সব শেষ৷
জানা গিয়েছে, লিফ্টে ওঠার সময় দৃশ্যত অসুস্থ লাগছিল শিল্পীকে। যদিও নিউ মার্কেট এলাকার ওই বিলাসবহুল হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে কেকে-কে অসুস্থ মনে হয়নি। বরং দেখা যায় স্বাভাবিক ছন্দে হাঁটতে হাঁটতেই যাচ্ছেন তিনি৷ পাশে সঙ্গী হিতেশ৷ কেকের পরনে তখনও অনুষ্ঠানেরই পোশাক, গলায় ঝোলানো সাদা তোয়ালে। যে তোয়ালে দিয়ে অনুষ্ঠানে বার বার ঘাম মুছতে দেখা গিয়েছিল তাঁকে। হিতেশের সঙ্গে কথা বলতে বলতেই লবি দিয়ে সোজা হেঁটে ঘরের দিকে চলে যান তিনি। ঘরে ঢুকেই অজ্ঞান৷ কার্ডিয়াক অ্যাটাক কেড়ে নেয় শিল্পীর প্রাণ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>