বার বার কোভিড হলে ব্যাপক ইমিউনিটি বাড়ে? আপনার ধারণা কতটা ঠিক

বার বার কোভিড হলে ব্যাপক ইমিউনিটি বাড়ে? আপনার ধারণা কতটা ঠিক

জেনেভা: করোনার সংক্রমণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পর অনেকটা সময় কেটে গিয়েছে কিন্তু এখনও এই ভাইরাস নিয়ে অনেক প্রশ্নই আছে সাধারণের মনে। এর মধ্যে সবথেকে বেশি জানার আগ্রহ যে একটা বিষয়ে থাকে তা হল, বার বার করোনা হলে দারুণ ইমিউনিটি পাওয়া যায়, এটা ঠিক কিনা। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ইস্যু নিয়ে তথ্য দিয়েছে এবং তারা জানাচ্ছে এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। বরং একবার কোভিড হওয়ার পর যদি কেউ আবার আক্রান্ত হন তাহলে তার সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে, এমনই মত।

আরও পড়ুন:  খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আধিকারিকের কথায়, করোনার ভাইরাস খুব দ্রুত নিজের রূপ বদলে ফেলে। তাই একাধিক বার করোনা আক্রান্ত হলে যে ইমিউনিটি বাড়বে তার কোনও মানে নেই। কিছু সময়ের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লেও তা দীর্ঘস্থায়ী হবে না, কারণ নতুন রূপে সে ফিরে আসবে। তার থেকেও বড় ব্যাপার, একবার কোভিড আক্রান্ত কেউ পরে বেশ কয়েক বার আক্রান্ত হলে তার সমস্যা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। ভাইরাসের কারণে তার শরীর আরও দুর্বল হয়ে পড়ে। তিনি আরও বলেছেন, মৃত্যুর হার অনেক কমে গেলেও করোনা অনেক মানুষের শরীরে থেকে যাচ্ছে। ফলে আগামী দিনে সমস্যা যে আরও বাড়বে তার একটা ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে তথ্য বলছে, ফ্লুয়ের নানা উপসর্গ নিয়ে আসা রোগীদের ৩০ শতাংশ বা তার বেশিই করোনা আক্রান্ত হচ্ছেন। সেই আক্রান্তদের আবার প্রায় ৮০ শতাংশ টিকা নেননি। মনে করা হচ্ছে, ফ্লু এবং করোনার উপসর্গ যেহেতু প্রায় এক তা অনেকেই বুঝতে পারছেন না কী হয়েছে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, জ্বর, গলা ব্যথা, গা-হাত-পায়ে ব্যথা, সর্দি, কাশি, নাক জ্বালা, এই সব উপসর্গ দেখা দিলে আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই উপসর্গের আড়ালেই হয়ে যাচ্ছে কোভিড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =