ওমিক্রনের দাপট কমতেই কি মরশুমি সর্দি-কাশিতে পরিণত হবে করোনা? যা বলল WHO

ওমিক্রনের দাপট কমতেই কি মরশুমি সর্দি-কাশিতে পরিণত হবে করোনা? যা বলল WHO

 

কলকাতা: কোভিড ঢেউ আছড়ে পড়ার পর থেকে বহু বার রূপ বদলেছে ভাইরাস৷ দ্বিতীয় ঢেউয়ে ডেল্টার তাণ্ডব দেখেছে বিশ্ববাসী৷ এবার দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন৷ কিন্তু ডেল্টার চেয়ে এর মারণ ক্ষমতা অনেকটাই কম৷ বাড়াবাড়ি রকমের উপসর্গও চোখে পড়েনি৷ তবে কি আগামী দিনে মরশুমি ফ্লু-তে পরিণত হবে করোনা? এই প্রশ্নের নিশ্চিত উত্তর দিতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ তাঁদের কথায়, ইনফ্লুয়েঞ্জা নিয়ে বিশেষজ্ঞদের একটি স্বচ্ছ ধারণা রয়েছে৷ যা করোনাভাইরাসের ক্ষেত্রে নেই।

আরও পড়ুন- বাতাসে মেশার কতক্ষণ পর বিপজ্জনক করোনা? জানুন তথ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ ও করোনা বিষয়ক টেকনিক্যাল লিড মারিয়া ভ্যানের কথায়, ‘‘ক্রমাগত চরিত্র বদলাচ্ছে ভাইরাস৷ এই পরিস্থিতিতে করোনার নয়া ভ্যারিয়েন্ট কী রকম হবে, তা এখনও বলা সম্ভব নয়৷ ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমাদের যে স্বচ্ছ ধারণা রয়েছে, তা করোনার ক্ষেত্রে নেই৷’’  সেই সঙ্গে তিনি আরও জানান, আগামী দিনে রূপ বদলে করোনা কী ভাবে ধরা দেবে তা বোঝার জন্য আরও তথ্যের প্রয়োজন রয়েছে। তবে মারিয়া ভ্যানের কথায়, ‘‘করোনাভাইরাস এখনও মরশুমি হয়নি। এই ভাইরাস অন্য রকমভাবে পালটে যায়।’’

বিশ্বের বিভিন্ন দেশে এখন ভাইরাসের চালিকাশক্তি হয়ে উঠেছে ওমিক্রন৷ যা দেখার পর বিশেষজ্ঞদের একাংশের দাবি, এটাই যে করোনার শেষ ভ্যারিয়েন্ট নয়, তা প্রায় নিশ্চিত৷ বস্টন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ লিওনার্দো মার্তিনেজ বলেন, ‘‘ওমিক্রন যে ভাবে দ্রুত হারে ছাড়াচ্ছে, তাতে মিউটেশনের সুযোগ আরও বাড়ছে। ফলে করোনাভাইরাসের আরও নানা প্রজাতি আসার পথ প্রশস্ত হচ্ছে।’’ তবে ওমিক্রনের পরবর্তী প্রজাতি কতটা ভয়ঙ্কর হবে, সে বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি বিশেষজ্ঞরা৷ ওমিক্রনের চেয়ে পরবর্তী ভ্যারিয়েন্টে অসুস্থতার হার আরও কম হবে কিনা, বা টিনা কর্যকরী হবে কিনা, সে বিষয়েও কোনও নিশ্চয়তা দিতে পারেননি বিশেষজ্ঞরা৷ তবে ওমিক্রনের চরিত্র দেখার পর অনেকেই মনে করছেন, আগামী দিনে হয়তো সাধারণ সর্দি-কাশিতে পরিণত হবে করোনা৷ তবে পরিস্থিতি সামাল দিতে টিকাকরণ যে অত্যন্ত জরুরি, তা বারবার স্পষ্ট করে দিয়েছেন বিশেষজ্ঞরা৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *