আরও সংক্রামক ও ভয়ঙ্কর হতে পারে কোভিডের নয়া রূপ, সতর্ক করল WHO

আরও সংক্রামক ও ভয়ঙ্কর হতে পারে কোভিডের নয়া রূপ, সতর্ক করল WHO

cdc88510352c23dcc38dbc8a03167bd4

 কলকাতা:  গত দুই বছর ধরে লাগাতার তাণ্ডব চালিয়ে আসছে কোভিড সংক্রমণ৷ বারবার বদলেছে রূপ৷ সর্বশেষ ভ্যারিয়েন্ট ছিল ওমিক্রন৷ করোনার এই নয়া রূপের ধাক্কা সামলে ক্রমেই সুস্থ হওয়ার চেষ্টা করছে গোটা দেশ তথা তামাম বিশ্ব। কিন্তু এরই মধ্যে আরও এক বার উদ্বেগের খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ 

আরও পড়ুন- ক্ষমতা বাড়াচ্ছে ওমিক্রন, প্রাণীদের শরীরেও সংক্রমণ!

সাম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে আশঙ্কা প্রকাশ করে বিশ্বস্বাস্থ্য সংস্থার অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান বলেন, আগামী দিনে কোভিডের যে পরিবর্তিত রূপ আসতে চলেছে, সেটি ওমিক্রনের চেয়েও অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে। কারখভের কথায়, ‘‘ কোভিডের নয়া রূপ নিশ্চিত ভাবেই চিন্তার কারণ হবেষ কারণ এটা অনেক বেশি সংক্রামক হতে চলেছে। যা বর্তমান সবকটি রূপকে ছাপিয়ে যেতে পারে। তবে আসল প্রশ্ন হল, কোভিডের আসন্ন রূপগুলির মারণ ক্ষমতা কতটা বেশি হবে।’’

সেই সঙ্গে আরও একটি আশঙ্কার কথা শুনিয়েছেন তিনি৷ তাঁর কথায়, করোনার আসন্ন রূপগুলি আরও সহজে টিকাকে ধোকা দিতে সক্ষম হবে। ফলে এখনই অতিমারি শেষ হয়ে যাবে, তেমন কোনও আশা তাঁরা দেখছেন না। তবে তাঁর আশ্বাস, টিকা এড়িয়ে ভাইরাস সংক্রমিত করতে পারলেও টিকা প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে রোগের প্রকোপ অনেকটাই কম হবে৷ 

উল্লেখ্য, কোভিডের প্রাথমিক রূপের তুলনায় আলফা ভ্যারিয়েন্ট প্রায় ৫০ শতাংশ বেশি সংক্রামক হয়ে উঠেছিল৷  আলফার থেকে ৫০ শতাংশ বেশি গতিতে সংক্রমণ ছড়িয়েছিল ডেল্টা। মারণ ক্ষমতা কম হলেও সংক্রমণের নিরিখে ডেল্টাকে হার মানিয়েছে ওমিক্রন। দেখা গিয়েছে যখনই কোভিডের কোনও রূপ উদ্বেগজনক হয়ে উঠেছে,  সেই রূপটি আগের চেয়েও বেশি সংক্রামক। কাজেই এর পর যদি উদ্বেগজনক কোনও রূপ দেখা যায় তবে তার সংক্রমণ ক্ষমতাও বর্তমান রূপগুলিকে ছাপিয়ে যেতে পারে বলেই আশঙ্কা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *