অসুস্থ বেলেঘাটা আইডি’র অধ্যক্ষা, নিয়েছিলেন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

অসুস্থ বেলেঘাটা আইডি’র অধ্যক্ষা, নিয়েছিলেন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

bd5eda157a1f70c55d219865a784ea24

কলকাতা: দেশকে করোনাভাইরাস পরিস্থিতি থেকে স্বস্তি দিতে জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ টিকা নিয়ে নিয়েছেন। ‌ যদিও টিকাকরণ নিয়ে এখনো কিছু বিতর্ক রয়ে গিয়েছে। যা আজকের ঘটনা আরো বাড়িয়ে দিল। কোভিশিল্ড টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটা আইডির অধ্যক্ষা অনিমা হালদার। তাঁকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালের সিসিইউতে। 

আরও পড়ুন-  ‘‘চান্দা জীবী হওয়ার চেয়ে আন্দোলনজীবী হওয়া ভালো’, নমোকে বিঁধে ‘রাম’ খোঁচা মহুয়া মৈত্রর

জানা গিয়েছে, কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তী ক্ষেত্রে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় তাঁকে। জানা যাচ্ছে, টিকা নেওয়ার পর থেকেই বমি শুরু হয় তাঁর। তবে এক্ষেত্রে টিকা নেওয়ার সঙ্গে সরাসরি তার অসুস্থতার যোগাযোগ রয়েছে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত প্রত্যক্ষভাবে কিছু বলা যাচ্ছে না। খাদ্যে বিষক্রিয়া থেকে বমি, নাকি টিকার পার্শ্ব প্রতিক্রিয়া, অনিমা হালদারের আসল অসুস্থতার কারণে এখনো ধোঁয়াশা রয়েছে। যদিও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। গত সোমবার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন তিনি। পরবর্তী ক্ষেত্রে বমি শুরু হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এখনো পর্যন্ত চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন এবং জানার চেষ্টা করছেন যে আদৌ টিকার সঙ্গে তার শারীরিক অসুস্থতার কোনো সম্পর্ক রয়েছে কিনা।

আরও পড়ুন৫০% সংক্রমণ বেড়ে গিয়েছে মুম্বইতে! ভয়ঙ্করভাবে বাড়ছে উদ্বেগ

অনিমা হালদারের শারীরিক অসুস্থতার জন্য করোনাভাইরাস টিকা দায়ী কি না সে ব্যাপারে জানার জন্য ইতিমধ্যেই কার্ডিয়লজিস্ট, নিউরোলজিস্ট এবং করোনাভাইরাস সম্পর্কিত বিশেষ টিমের সঙ্গে কাজ শুরু করেছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬১০ জন। যা গতকালের তুলনায় প্রায় ২৭.২ শতাংশ বেশি। বর্তমানে এই মারণ রোগে চিকিৎসাধীন ১ লক্ষ ৩৬ হাজার ৫৪৯ জন। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, দুই টিকা ভারতে প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *