দমদম: একুশের ভোটে উঠেছে কুকথার ঝড়। একে অপরকে শুধু আক্রমণই নয়, নানা সময়েই বলেছেন নানা অকথা-কুকথা। এবার কুকথা বন্ধ করতে বিল আবার হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- ট্রেনিংয়ের পরেও শিক্ষককে শোকজ, আইনানুগ ব্যবস্থার হুমকি! অভিযুক্ত কমিশন
এদিন দমদমের সভা থেকে মমতা বলেন, বিজেপি মানুষ খুন করে বলে আরও চারটি গুলি করে দাও। এটা কি কোনও রাজনৈতিক দলের কথা হতে পারে? প্রশ্ন তাঁর। মমতা আরও বলেন, আমরা যাঁরা রাজনীতি করি, তাঁদের সবার আগে নিজেদের জিভকে নিয়ন্ত্রণ করা উচিত। আমরা নিজেদের নিয়ন্ত্রণ না করলে মানুষের সেবা করব কী ভাবে? কোনও নেতা কি বলতে পারে, চারটে গুলিতে মরেছে, আরও চারটে গুলি চালিয়ে দাও। বুকের উপর গুলি চালিয়ে দাও। আমরা এ কোন দেশে বাস করছি? এর পরেই ফের বেলাগাম হয়ে তৃণমূল নেত্রী বলেন, এ কোন অদ্ভূত কিম্বাকার কয়েকজনকে আমরা দেখছি। এগুলো কোথা থেকে আমদানি হয়েছে? এগুলো সীতাভোগ না মিহিদানা? এরা কোথা থেকে এসেছে? এদের বাংলার লোক ভাবতে আমার লজ্জা লাগে। যাঁরা এই কথাগুলো বলছে তাঁদের গ্রেফতার করা উচিত। শুধু তাই নয় রাজনীতিতে তাঁদের নিষিদ্ধ করা উচিত।
আরও পড়ুন- ‘দিদি আবোল-তাবোল বকছেন, বিনাশকালে বুদ্ধি নাশ’, তীব্র আক্রমণ নমোর
তিনি জানান, এই সব কুকথা বন্ধ করার জন্য আগামী দিলে হাউজে বিল আনা হবে। যাঁরা খুনোখুনির কথা বলে, গুলি করে মানুষ মারতে বলে তাঁদের সবার আগে ‘পলিটিক্যালি ব্যান’ করতে হবে৷ এই সংক্রান্ত বিল আনা হবে বলেও জানান তিনি৷ সেই সঙ্গে বলেন, আজ আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই৷ আগামী দিনে হতেও পারে৷ তখন দেখব কতা ধানে কত চাল! প্রসঙ্গত, এর আগে একাধিকবার মোদী-শাহকে কিংভূত কিমাকার আর হোদল কুতকুত বলে তোপ দেগেছেন মমতা৷