পাচ্ছেন না সঠিক ভোটিং সামগ্রী, চূড়ান্ত অব্যবস্থায় পড়েছেন ভোট কর্মীরা! অভিযোগ কমিশনে

পাচ্ছেন না সঠিক ভোটিং সামগ্রী, চূড়ান্ত অব্যবস্থায় পড়েছেন ভোট কর্মীরা! অভিযোগ কমিশনে

3e1ceecdf5ca50a43dc09b2c2156b742

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচন আট দফা ঘোষণা করার পর থেকেই বিরোধিতা শুরু হয়েছিল। রাজনৈতিকভাবে একদিকে যেমন বিরোধিতা হয়েছিল, অন্যদিকে করোনাভাইরাস পরিস্থিতির আবহে নির্বাচন কমিশনের মূল কিছু সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছিল। এবার ফের একবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। ভোট কর্মীদের ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা করছে নির্বাচন কমিশন, এমনই অভিযোগ করা হচ্ছে তাদের তরফ থেকে।

জানা গিয়েছে, বর্ধমান দক্ষিণের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিসিতে অব্যবস্থা রয়েছে। ভোট কর্মীরা সঠিক ভোটিং মেটিরিয়ালস পাচ্ছেন না। সারাদিন গাদাগাদি ভিড়ে গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে নির্বাচন কমিশন, অভিযোগ করা হচ্ছে এমনই। তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ বলছে, এভাবে চলতে থাকলে ভোট কর্মীগণ ডিউটি বয়কট করতে বাধ্য হবে। ৮ দফা নির্বাচনে কম কম বিধানসভা ভোট করেও এই অব্যবস্থা হবে কেন? এই প্রশ্ন তুলছে তারা। একই ভাবে ১১৩ বরানগর বিধানসভা এলাকায় ভোটের জন্য গুরু নানক ডেন্টাল হসপিটাল (ডিসি)-তে ভোটিং মেটিরিয়ালস না পৌঁছানোর জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে বলে অভিযোগ ভোট কর্মীদের। নির্বাচন কমিশনে এই প্রেক্ষিতে অভিযোগ জানান হয়েছে বলে জানিয়েছেন  শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫,৮৯২ জন, আর আজ তা বেড়ে হল ৬,৭৬৯ জন! কার্যত পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সুনামি হচ্ছে তা বলায় বাহুল্য। পরিস্থিতি আরও করুণ থেকে করুণতর হচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই রাজ্যের নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৬,৭৬৯ জন, মৃত্যু হয়েছে ২২ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেনিংয়ের পরেও শিক্ষককে শোকজ, আইনানুগ ব্যবস্থার হুমকি! অভিযুক্ত কমিশন

ট্রেনিংয়ের পরেও শিক্ষককে শোকজ, আইনানুগ ব্যবস্থার হুমকি! অভিযুক্ত কমিশন

f50c5c9da3264899d2b0f80d85478b19

 

কলকাতা: পূর্ব বর্ধমান জেলার নির্বাচনী আধিকারিক গোলসি ২-এর ভেঁপুর মেরুয়াল শ্যামসুন্দরপুর পাবলিক ইনস্টিটিউশনের শিক্ষক মিলন বিশ্বাসকে অন্যায় ভাবে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ এমনটাই। মিলন বিশ্বাস নির্বাচনী দফতরের চিঠি অনুযায়ী সবকটি ট্রেনিং নিয়েছেন। ১১ এপ্রিল ফাইনাল ট্রেনিং নেওয়ার পর আজ হঠাৎ তাঁকে শোকজ চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানান হয়েছে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে।

চিঠিতে বলা হয়েছে, ১০ এপ্রিল তিনি কেন ট্রেনিংয়ে উপস্থিত হননি তার জবাবদিহি করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে, শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বারবার এই অসঙ্গতির উদাহরণ তুলে ধরে নির্বাচন কমিশনকে জানান হয়েছে। তা সত্বেও ভুরি ভুরি এমন অসংখ্য অসংগতি উঠে আসছে প্রায় প্রতিদিন। অবিলম্বে কমিশনকে ওইসব সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে ভুল স্বীকার করতে হবে বলে দাবি করেছে তারা।

শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘আমরা শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বারবার এই অসঙ্গতির উদাহরণ তুলে ধরে নির্বাচন কমিশনকে জানিয়েছি। তা সত্বেও ভুরি ভুরি এমন অসংখ্য অসংগতি উঠে আসছে প্রায় প্রতিদিন। অবিলম্বে কমিশনকে ওইসব সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে ভুল স্বীকার করতে হবে।’’

এদিকে আবার, শীতলকুচি কাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। জনস্বার্থ মামলা দায়ের করে কিভাবে গুলি চললো তার সঠিক তদন্তের দাবি একদিকে যেমন জানানো হয়েছে, অন্যদিকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে হাইকোর্টে। মামলাকারীকে তরফের স্পষ্ট বক্তব্য দিয়ে জানানো হয়েছে, গুলি চালানোর ঘটনা কীভাবে ঘটল তার প্রেক্ষিতে বিচারবিভাগীয় তদন্ত দরকার এবং কেন্দ্রীয় বাহিনীর যে কোম্পানি এই গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে তাদের যত দ্রুত সম্ভব ভোটের কাজ থেকে অব্যাহতি দিতে হবে। আপাতত জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *