‘হ্যাঁ, আমি লেসবিয়ান’, সমালোচকদের মোক্ষম জবাব দিলেন তারকা সারা

‘হ্যাঁ, আমি লেসবিয়ান’, সমালোচকদের মোক্ষম জবাব দিলেন তারকা সারা

 কলকাতা:  ইংলন্ডের প্রাক্তন ক্রিকেটার সারা টেলরকে কেনা চেনেন। বিশ্বের অন্যতম সেরা কিপার ব্যাটার তিনি৷ সেই সারাই নিজের অনুরাগীদের চমকে দিয়ে জানিয়েছিলেন, তিনি সমকামী৷ সমকাম নিয়ে আমাদের সমাজে ছুঁৎমার্গ থাকলেও, তিনি সে কথা গোপন করেননি৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে আরও একটা সুখবর শেয়ার করে নিলেন সারা৷ জানালেন তাঁর পার্টনার ডায়না মেইন অন্তঃসত্ত্বা৷ খুব শীঘ্রই মা হচ্ছেন তিনি৷ ইন্সটাগ্রামে তাঁর পার্টনার ডায়না মেইনের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন সারা। ধরা ধরা প্রেগন্যান্সি রিপোর্ট।

আরও পড়ুন- ‘আমার রান আউটই হারিয়ে দিল দলকে’, অজিদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হরমনপ্রীতদের

ক্রিকেট মাঠের এই দাপুটে কিপার ব্যাটসম্যান যে সমকামী, তা জানতেন না তাঁর অনুরাগীরা। তাই সারা যখন এ কথা ঘোষণা করলেন, তখন অনেকেই চমকে উঠেছিলেন। শুধু তাই নয়, কটাক্ষের মুখেও পড়তে হয় সারাকে। তবে চুপ থাকেননি সারাও৷  সমালোচকদের মোক্ষম জবাব দেন তারকা ক্রিকেটার। তিনি বলেন, ‘‘বুঝতে পারিনি যে এতকিছুর জবাব দিতে হবে। হ্যাঁ আমি লেসবিয়ান। সেটা বহুদিন ধরেই। এটা কোনও চয়েস নয়। আমি ভালোবাসায় আছি এবং খুশি রয়েছি। সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।”

বছর ৩১-এর সারা ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানান। অত্যন্ত প্রতিভাবান একজন ক্রিকেটার হওয়া সত্ত্বেও তাঁর মানসিক স্বাস্থ্য তাঁর উজ্জ্বল কেরিয়ারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কেরিয়ার নিয়ে যেমন দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন, ব্যক্তিগত জীবনেও ততটাই ‘বোল্ড’ সারা।সমালোচকদের মুখের উপর জবাব দিয়ে সারা বলেছেন, “প্রতিটা পরিবারই আলাদা। আমি একটু আলাদা চিন্তাভাবনা নিয়েই বড় হয়েছি। যেটা তোমাকে ভালো রাখে সেই কাজটাই করা উচিত।”

২০১৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ চ্য়াম্পিয়ন ইংল্য়ান্ড দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য় ছিলেন সারা টেলর। লর্ডসের ঐতিহাসিক ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়ে কাপ ঘরে তুলেছিল সারার দল৷ ইংলন্ডের জার্সিতে খেললেও সারা কিন্তু বিরাট কোহলির বিরাট বড় ফ্যান। আন্তর্জাতিক কেরিয়ারে ৬,৫৩৩ হাজার রান রয়েছে তাঁর। ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রহকারী দ্বিতীয় মহিলা ক্রিকেটার হলেন সারা টেলর৷  আপাতত নতুন দিকে মোড় নিচ্ছে তাঁর জীবন৷ ইন্সটাগ্রামে পার্টনারের সোনেগ্রাফির একাধিক ছবি ও প্রেগনেন্সি কিটের ছবি শেয়ার করেছেন এই তারকা ক্রিকেটার। ওই পোস্টের সঙ্গে ক্যাপশনে লেখেন, “আমার সঙ্গী সবসময়ই মা হতে চেয়েছিল। তবে আমাদের জন্য এটা সহজ যাত্রা ছিল না কিন্তু ডায়না হাল ছাড়েনি। আমি জানি ও ভালো মা হবে এবং আমি ওই সংগ্রামের অংশ হতে পেরে আনন্দিত। ১৯ সপ্তাহ বাদে আমাদের জীবনটা আলাদা হয়ে যাবে। তোমার জন্য গর্বিত।”