×

‘আমার রান আউটই হারিয়ে দিল দলকে’, অজিদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হরমনপ্রীতদের

 
হরমনপ্রীত

নয়াদিল্লি: খুব কাছে পৌঁছেও পারলেন না ভারতের মেয়েরা৷ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছে থামতে হল হরমনপ্রীতদের৷ ভারতকে পাঁচ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া৷ তবে ঘরের মাঠে ২-০-তে টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে ভারতের ছেলেরা৷ 

আরও পড়ুন- কঙ্গনার সঙ্গে রোম্যান্স করতে পারতাম, সুযোগ এসেছিল…এ কি বললেন পাক ক্রিকেট তারকা?

অস্ট্রেলিয়ার কাছে হেরে তীরে এসে তরী ডুবেছে ভারতের৷ স্বপ্ন ভেঙে ছারখার হরমনপ্রীতদের৷ ম্যাচে পরাজয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘‘আমাদের খারাপ ফিল্ডিং এবং আমার রান আউট হারিয়ে দিয়েছে দলকে।’’


তবে একটা সময় মনে হচ্ছিল ভারতই হয়তো জিতে যাবে। সেইসময় ক্রিজে ছিলেন হরমন ও জেমিমা৷ কিন্তু হরমন রান আউট হতেই দলের ফোকাস নষ্ট হয়ে যায়৷ অজিদের কাছে  হেরে হতাশ হয়ে পড়েন দলনায়ক গরমনপ্রীত কৌর। তিনি বলেন, ‘আমরা ভালই লড়াই করেছিলাম। কিন্তু শেষটা আরও ভাল হতে পারত। দলের খারাপ ফিল্ডিংয়ের সঙ্গে অনেক ক্যাচ মিস হয়েছে। যা এই ম্যাচে কখনই কাম্য ছিল না।’



তাঁর কথায়, এর আগেও তীরে এস তরী ডুবেছে ভারতের৷ এবারও সেটাই হল। নতুন করে শুরু করতে হবে দলকে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭২ রানের লক্ষ্য বেশ বড়ই। প্রথমে ব্যাট করতে নেমে এই রানের বোঝা প্রতিপক্ষের উপরে চাপিয়ে দিয়েছিল অজিরা৷ পরে বল করতে নেমে বিপক্ষের উইকেট পরপর তুলে নিয়ে ম্যাচের রাশ হাতে নিয়ে নেয়। জেমাইমা ও হরমনপ্রীত জেতার একটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন ঠিকই। কিন্তু ম্যাচ জেতার জন্য তা যথেষ্ট ছিল না।

From around the web

Education

Headlines