লাস ভেগাস: ‘আজব প্রেম কি গজব কাহানি’! না কোনও সিনেমার কথা বলছি না৷ এ প্রেম বাস্তবের৷ এমন প্রেম যেখানে কোনও কৃত্রিমতা নেই৷ সবটাই প্রাকৃতিক৷ ভাবছেন তো এ কী বলছি৷ তাহলে খোলসা করা যাক৷
আরও পড়ুন- গ্রেফতার হতে পারেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন!
আমেরিকার লাস ভেগাসের বাসিন্দা কোরা ডিউক ও তাঁর স্বামী আদ্রে ডিউকের সম্পর্ক এখন নেটপাড়ায় ভাইরাল৷ বিয়ের পর থেকে টানা ১০ বছর অন্তঃসত্ত্বা থেকেছেন কোরা। মাত্র ২৮ বছর বয়সে নয় সন্তানের জননী হন তিনি। তাঁর মা হওয়ার এই গল্প নিয়েই জোর চর্চা শুরু হয়েছে অন্তর্জালে।
কোরা এবং তাঁর স্বামী আন্দ্রে ডিউক-এর ২৩ বছরের দাম্পত্য৷ ২০০১ সালে কোরার যখন ১৭ বছর বয়স, তখন প্রথম সন্তানের জন্ম দেন তিনি৷ তার পর থেকে প্রতি বছর এক বার করে অন্তঃসত্ত্বা হতেন কোরা। পৃথিবীর আলো দেখত তাঁর সন্তানেরা। কোরা তাঁর নবম তথা শেষ সন্তানের জন্ম দেন ২০১২ সালে। তখন তাঁর বয়স মাত্র ২৮!
৩৯ বছরের নোরা বর্তমানে তাঁর স্বামী ও সন্তানদের সঙ্গে লাস ভেগাসের নেভাডায় থাকেন৷ কোরা জানান, সম্পর্কের শুরুতে কখনই তাঁর নয় সন্তানের জননী হওয়ার পরিকল্পনা ছিল না। কিন্তু সবটা তো আগে থেকে পরিকল্পনা করা যায় না। সবচেয়ে বড় কথা হল, কৃত্রিম ভাবে প্রাকৃতিক নিয়মে বাধা দেওয়ার পক্ষপাতী ছিলেন না তাঁরা৷ কোরা মনে করেন, নয় সন্তানের মায়ের ভূমিকা পালন করতে পারাটা তাঁর প্রতি ঈশ্বরের আশীর্বাদ ও নির্দেশ।
কোরা এবং আন্দ্রের প্রথম সন্তান এলিয়াহের বয়স এখন ২১ বছর। ডিউক দম্পতির কনিষ্ঠতম সন্তান তাহজের বয়স ১০। তবে এরই মাঝে ঘটে যায় এক অনাকাঙ্খিত ঘটনা৷ ২০০৪ সালে মেয়ে ইউনাকে হারান তাঁরা। জন্মের এক সপ্তাহ পরেই মৃত্যু হয় ইউনার৷ এলিয়াহের পর শীনা, জান, কায়রো, সাইয়াহ, অ্যাভি, রোমানি এবং তাজের বয়স যথাক্রমে ২০, ১৭, ১৫, ১৪, ১৩, ১২ এবং ১০ বছর।
স্কুলে নাটকের ক্লাসে আলাপ হয়েছিল কোরা আর ডিউকের। সেখান থেকেই প্রেম ও বিয়ে। কোরার গর্ভে যখন প্রথম সন্তান আসে, তখন অনেকটাই ছোট ছিলেন তিনি। কিন্তু, যখন শরীরে সন্তানের উপস্থিতি অনুভব করেন, তখন আর কিছু ভাবতে পারেননি। বয়সের তোয়াক্কা না করেই সন্তানের জন্ম দেন৷ তবে প্রতি বছর সন্তানের জন্ম দেবেন, এমন কোনও পূর্ব পরিকল্পনা ছিল না তাঁদের। কিন্তু, টানা এক দশক ধরে অন্তঃসত্ত্বা থাকেন কোরা৷ জন্ম দেন নয় সন্তানের৷
কোরা জানিয়েছেন, তাঁর মাতৃত্ব এসেছে স্বাভাবিক নিয়মে৷ কিন্তু, তিনি যখন প্রতি বছর সন্তানের জন্ম দিতে থাকেন, তখন অনেকেই বলেছিলেন এ বার থামা উচিত। কিন্তু কোরা এবং আন্দ্রে যে কৃত্রিম ভাবে কোনও কিছু রোধের চরম বিরোধী। তবে, সবকিছুরই একটা শেষ থাকে৷ তাই কনিষ্ঠ সন্তান তাহজের জন্মের পর যৌথ সিদ্ধান্তে অস্ত্রোপচার করেন কোরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>