ওহায়ো: জলের সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড়৷ সেদিনও জলে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি৷ হঠাৎ সেখানে হাজির এক হাঙর৷ ওই তরুণী জলে পা নামাতেই মাথা তুলে হা করে খেতে আসছে বিশাল হাঙর। মাত্র এক চুলের তফাত৷ আর একটু হলেই হাঙরের মুখে পড়তেন তিনি। ভয়াবহ সেই ভিডিয়ো সোশ্যীল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন- টাইফুনে বিধ্বস্ত হয়ে ৭০ জনের ওপর মৃত, প্রকৃতির রোষে এই দেশ
জানা গিয়েছে, ভিডিয়োয় যে তরুণীকে জলে নামার প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল তিনি এক জন সমুদ্রবিজ্ঞানী। নাম মিস র্যােমসে। হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রে ডুব দেওয়ার পরিকল্পনা করছিলেন তিনি৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পান৷
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সমুদ্রে নামার উপযোগী পোশাক পরে তৈরি ব়্যামসে৷ বোট থেকে সিড়ি বেয়ে জলে নামার তোড়জোড় করছেন৷ পায়ে পরা ছিল বিশেষ চটি৷ বোটের সিঁড়ি বেয়ে দুই-এক ধাপ নেমেও গিয়েছিলেন। জলে ডুব দেওয়ার আগে কী মনে হল এক বার মুখ ঝুঁকিয়ে দেখতে গিয়েছিলেন সমুদ্রের তলদেশ। আর ঠিক তখনই দেখেন বিশাল হা করে উঠে আসে হাঙরটি৷ প্রায় স্বচ্ছ জলরাশি ভেদ হাঙরটিকে ধেয়ে আসতে দেখেই সিঁড়ি বেয়ে বোটে উঠে পড়েন ব়্যামসে। তাঁর পা কামড়ে ধরতে জলের উপরে মাথাও তোলে। নজর ছিল তাঁর বিশেষ ধরনের চটির দিকে। তবে শেষ পর্যন্ত আর নাগাল পায়নি৷
এক কাছ থেকে হাঙর দেখেও বিষয়টি হালকা ভাবেই নিয়েছেন ওই তরুণী। কারণ সমুদ্র এবং সামুদ্রিক প্রাণীদের নিয়েই যে তাঁর গবেষণা। তাই তিনি হাঙরে ভয় পান না মোটেও।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>