চুঁচুড়া: বিছানার উপর বালিশে হেলান দিয়ে গা এলিয়ে শুয়ে আছেন তিনি৷ বিছানার উপরেই বসে তাঁর পা টিপে দিচ্ছেন এক মহিলা৷ চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পা টেপার এই ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় হুগলিতে।
আরও পড়ুন- তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে ধর্ষণ মামলায় বিস্ফোরক বিচারপতি, সরাসরি নিশানা পুলিশকে
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যা রুমা রায় পাল অমিত মজুমদারের পা টিপে দিচ্ছেন। এই ছবি ভাইরাল হতেই খড়্গহস্ত বিরোধীরা৷ বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ কটাক্ষ করে বলেন, ‘‘বিধায়কের পদসেবা করলে তবেই পদ এবং ভোটের টিকিট পাওয়া যায়।’’
যদিও এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদারের সাফাই, তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে, তাতে একশ আটটি সেলাই পড়েছে। সেই অবস্থাতেই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়েছিলেন তিনি৷ তাতেই প্রচণ্ড পা ব্যথা হয়েছিল তাঁর। অসিত বলেন, ‘‘দলের কর্মী হিসাবে নয়, এক জন মেয়ে, এক জন বোন হিসাবে পা টিপে দিয়েছেন রুমা। এতে অন্যায় কিছু নেই। বিজেপির আহাম্মকরা কোনও শিক্ষা পায়নি তাই এ সব বলছে।’’
স্থানীয় সূত্রের খবর, দিন কয়েক আগে রুমা তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি ভাইরাল হতে বেশিদিন সময় লাগেনি। ওই ছবিতে দেখা যায় বিধায়ক খাটে শুয়ে আছেন। আর রুমা তাঁর পা টিপে দিচ্ছেন। রুমা নিজেও তৃণমূলের সদস্য৷ তিনি দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সদস্যা। বিজেপি নেতা সুরেশের অভিযোগ, তৃণমূল বিধায়ক নিজের দলেরই এক নেত্রীর সঙ্গে ‘দাসী-বাঁদির মতো আচরণ’ করেছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>