উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে কী ভাবে হবে মাধ্যমিক? কী জানালেন নয়া শিক্ষামন্ত্রী?

উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে কী ভাবে হবে মাধ্যমিক? কী জানালেন নয়া শিক্ষামন্ত্রী?

কলকাতা:  করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে গিয়েছে সিবিএসই ও আইসিএসই বোর্ডের দশম শ্রেণির বোর্ড পরীক্ষা৷ এই পরিস্থিতিতে রাজ্যে নির্ধারিত সূচি মেনে কি আদৌ মাধ্যমিক পরীক্ষা  নেওয়া হবে? চিন্তায় পড়েছে পড়ুয়ারা৷ তবে এখনও এই বিষয়ে মধ্যশিক্ষা পর্যদের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি৷ ইতিমধ্যে রাজ্যে নতুন সরকারে বদল হয়েছে শিক্ষা মন্ত্রীর৷ শিক্ষা দফতরের দায়িত্ব সঁপা হয়েছে ব্রাত্য বসুর হাতে৷ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি৷ 

আরও পড়ুন- মে মাসে অফলাইনে কোনও পরীক্ষা নয়, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ UGC-র

করোনা সংক্রমণ ও বিধানসভা ভোটের জেরে এই বছর মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হ৷ বলা হয় ১ জুন থেকে হবে রাজ্যে মাধ্যমিক৷ কিন্তু দেশ তথা গোটা রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে সংক্রমণ৷ সেক্ষেত্রে আর ২০ দিনের মধ্যে কী ভাবে পরীক্ষা শুরু করা সম্ভব তা নিয়ে একদিকে যেমন উৎকণ্ঠায় পড়ুয়ারা৷ তেমনই চিন্তায় পড়েছেন অভিভাবকরাও৷ করোনার বাড়বাড়ন্তে আদৌ পরীক্ষা সম্ভব কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে৷ অভিভাবকরা বলছেন, এখনও পরীক্ষা সম্পর্কিত কোনও বিজ্ঞপ্তি প্রকাশিক না হওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছে ছাত্রছাত্রীরা৷ কার্যত তারা পড়াশোনায় ঠিক মতো মনোনিবেশ করতেও পারছে না৷ তাই পরীক্ষা হবে কিনা, তা আগে ভাগে স্পশ্ট ভাবে জানিয়ে দেওয়া হোক৷ 

সোমবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসবেন তিনি৷ তবে আপাতত করোনা আক্রান্ত ব্রাত্য৷ তাই শপথগ্রহণও ভার্চুয়ালি সেরেছেন তিনি৷ এদিকে অভিভাবকরা বলছেন, করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে চলছে আংশিক লকডাউন৷ বন্ধ লোকাল ট্রেন৷ ৫০ শতাংশ কমে গিয়েছে গণ পরিবহণ ব্যবস্থা৷ এই অবস্থায় পরীক্ষা হলে কী ভাবে কেন্দ্রে পৌঁছবে পড়ুয়ারা, তা নিয়েও উৎকণ্ঠা বাড়ছে অভিভাবকদের মধ্যে৷        
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − one =