শীতলকুচির ঘটনা গভীর ষড়যন্ত্রের ফল, যার বাইরে নন প্রধানমন্ত্রীও, বিস্ফোরক সৌগত

শীতলকুচির ঘটনা গভীর ষড়যন্ত্রের ফল, যার বাইরে নন প্রধানমন্ত্রীও, বিস্ফোরক সৌগত

7fd9fa1e024e82e9ec31820f9d79f13e

কলকাতা:  ভোটের সকালেই তুলকালাম কাণ্ড শীতলকুচিতে৷ প্রথমে মাথাভাঙার এক নম্বর ব্লকে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে যুবকের মৃত্যু৷ তারপর শীতলকুচিতে সিআইএসএফ-এর গুলিতে চার তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ ভোটের ময়দান৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ 

আরও পড়ুন- বাংলার মানুষকে ছুড়ে ফেলবেন মন্ত্রী? কাউকে যেতে হলে আপনি যাবেন, হুঁশিয়ারি মোদীর

শীতলকুচির ঘটনায় কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ তাদের কথায় বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর জন্য উল্টে তাঁকেই নোটিশ পাঠানো হয়৷ আর সেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই আজ মৃত্যু হল পাঁচ জনের৷ এমনকী এই ঘটনার জন্য তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতৃত্ব৷ তাঁদের প্রশ্ন কেন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী গুলি চালাবে? সাধারণ ভোটারের উপর গুলি চালানোর এই ঔদ্ধত্য কোথা থেকে এল?  সৌগত রায়ের কথায়, এর পিছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে৷ তাঁর বিস্ফোরক দাবি, প্রধানমন্ত্রী নিজেও এই ষড়যন্ত্রের বাইরে নয় বলেই আমরা মনে করি৷ 

প্রসঙ্গত, এই ঘটনার জন্য আবার তৃণমূলকেই বিঁধেছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক৷ তিনি বলেন, গত কয়েকদিন ধরে যে ভাবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছিল, এটা তারই ফল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *