এত ভয় কীসের? ED-CBI লেলিয়ে দমাতে চাইছেন, মোদী-শাহকে খোঁচা অভিষেকের

এত ভয় কীসের? ED-CBI লেলিয়ে দমাতে চাইছেন, মোদী-শাহকে খোঁচা অভিষেকের

পান্ডুয়া:  বাংলা জুড়ে এখন ভোটের গরম হাওয়া৷ তপ্ত দুপুরে সেই উত্তাপ আরও বাড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যা৷ পান্ডুয়ার জনসভা থেকে আক্রমণের তির ছুড়লেন মোদী-শাহের দিকে৷  

আরও পড়ুন-  একদিনের বিরিয়ানি নাকি পাঁচ বছরের জন্য ডালভাত? BJP-র টাকা বিলিতে তোপ অভিষেকের

এদিন তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাবড় তাবড় নেতারা বাংলায় ডেইলি প্যাসেঞ্জার শুরু করেছেন৷ সারা দিন আমাকে নিয়ে কথা বলছে৷ আমার বয়স মাত্র ৩৩৷ ওঁনাদের কারও ৬৫, কারও ৭০৷ এত অভিজ্ঞতা, এত দিনের অনুভব৷ তাহলে এত ভয় কেন? মোদীজি-অমিত শাহজি এত ভয় কীসের? রাজনৈতিক ভাবে লড়াই করতে পারছেন না বলে৷’’ তিনি আরও বলেন, ‘‘ইডি-সিবিআই-এর ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চাইছেন? আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদই বেরবে৷ কারণ সবাই মেরুদণ্ড বিক্রি করে না৷ আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে মানুষের সামনে আনুন৷ এক পয়সায় দুর্নীতি প্রমাণ করতে পারলে, আমার এতটুকু কাজের জন্য বাংলা মায়ের নাম কলুষিত হয়ে থাকলে আমার পিছনে ইডি-সিবিআই লাগাতে হবে না৷ ফাঁসির মঞ্চ করবেন৷ আমি গিয়ে মৃত্যু বরণ করব৷’’  

তাঁর কথায়, লড়াই করলে তথ্য পরিসংখ্যান দিয়ে৷ দশ গোল দিতে না পারলে রাজনীতির আঙিনায় পা রাখবেন না তিনি৷ অভিষেকের হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছাড়া করতে গিয়ে ২০২৪-এ আপনারা ভারত ছাড়া হবেন৷ দিদি যা বলেছেন তাই করেছেন৷ দিদি নারীদের ক্ষমতায়ান করার কথা ভেবেছেন৷ সে জন্যই দিদি মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড করেছেন৷ আর বিজেপি খালি দাম বাড়িয়েছে৷ পেট্রোপণ্য থেকে খাদ্য সামগ্রী, রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম হল আচ্ছে দিনের সরকারের নমুনা৷ 

আরও পড়ুন- মমতা আসলে নিজের প্রার্থীদেরই গদ্দার বলছেন! ব্যাখ্যা দিলেন অধীর

অভিষেক বলেন, ভোটের ২ দিন আগে বিজেপি’র নেতা কর্মীরা আপনাদের বাড়িতে টাকা দিতে যাবেন৷ টাকা দিতে এলে দয়া করে টাকাটা নিয়ে নেবেন৷ কারণ এটা আপনার টাকা৷ প্রধানমন্ত্রী নিজের জন্য সাড়ে ৮ হাজার কোটি টাকা দিয়ে বিমান কিনেছেন। অথচ ২ বছর ধরে জিএসটি বাবাদ বাংলার বকেয়া পাওনা ৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে৷ বাংলার মানুষকে ভাতে মারবে বলে৷ বিজেপি’র থেকে টাকা নিয়ে ১০ তারিখ ১০ গোল দেবেন বিজেপি’কে৷ পদ্মফুল থেকে টাকা নিয়ে ভোট দেবেন জোড়া ফুলে৷ দাওয়াই তাঁর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =