সময় মতো EMI দিতে পারছেন না? চিন্তা নেই, জেনে নিনি সমস্যা মেটাবেন কী ভাবে

সময় মতো EMI দিতে পারছেন না? চিন্তা নেই, জেনে নিনি সমস্যা মেটাবেন কী ভাবে

3 stocks recomended

নয়াদিল্লি: যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত বাড়ছে খরচের বহর৷ প্রয়োজন মেটাতে ভরসা লোন বা ব্যাঙ্ক ঋণ৷ গাড়ি-বাড়ি কেনার ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া ছাড়া উপায় নেই৷ লোনের ক্ষেত্রে ব্যাঙ্ক প্রথমে পুরো জিনিসের দাম মিটিয়ে দেয়৷ পরে সুদ সহ সেই টাকা ব্যাঙ্ককে ফেরত দিতে হয়৷ ইএমআই (EMI) আকারে সেই টাকা কেটে নেওয়া হয়৷ ইএমআই-এর জন্য নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা থাকে৷ ওই তারিখেই ইএমআই দিতেই হয় গ্রাহককে৷ কিন্তু, কোনও কারণে কোনও মাসে নির্ধারিত দিনে ইএমআই দিতে না পারলে কী হবে? দেখে নিন বিশেষজ্ঞরা কী বলছেন-

আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ধনী রয়েছেন এশিয়াতেই, শীর্ষে সেই আদানি

লোনের ক্ষেত্রে ইএমআই বাউন্স হলে সাধারণত জরিমানা চাপায় ব্যাঙ্ক৷ এক্ষেত্রে কী করণীয়? প্রথমত যে ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হয়েছে, সেই ব্যাঙ্কের শাখায় গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে৷ তাঁকে আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করাতে হবে। এমন ক্ষেত্রে ব্যাঙ্ক ম্যানেজার হয়তো ভবিষ্যতে আপনাকে সতর্ক হতে বলবেন এবং পরবর্তী কিস্তি সময়মতো পরিশোধ করতে বলবেন। পরবর্তী ইএমআই সময় মতো পরিশোধ করা হলেও কিন্তু আগের কিস্তি না দেওয়ার জন্য জরিমানা চাপানো হতে পারে৷  তবে তা সাধ্যের মধ্যে থাকার সম্ভাবনাই অধিক। অর্থাৎ জরিমানা খুব বেশি হবে না।

ইএমআই হোল্ড করার আবেদন জানাতে পারেন-

গুরুতর সমস্যার মধ্যে পড়লে ব্যাঙ্ক ম্যানেজারকে সেই বাধ্যবাধকতার কথা জানিয়ে কিস্তি বা ইএমআই আটকে রাখার কথা বলতে পারেন বা হোল্ড করতে পারেন। সমস্যা মিটে গেলে ইএমআই-এর টাকা জোগাড় করে তা ক্লিয়ার করে দিতে হবে। কঠিন পরিস্থিতিতে এভাবে সমস্যার সমাধান করা যেতে পারে। এছাড়াও কোনও এক মাস ইএমআই বকেয়া রেখে মাসের শেষের দিকে তা মিটিয়ে দেওয়া যেতে পারে৷ তবে এর জন্য অবশ্যই ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =