বুটের কাহিনি! নিজেদের শেষ বিশ্বকাপে কোন বুট পায়ে খেললেন মেসি, রোনাল্ডোরা?

বুটের কাহিনি! নিজেদের শেষ বিশ্বকাপে কোন বুট পায়ে খেললেন মেসি, রোনাল্ডোরা?

কলকাতা:  বিশ্বকাপের জমাটি আসরে উত্তেজনা তুঙ্গে৷ চলছে বিশ্বকাপ দখলের হাড্ডাহাড্ডি লড়াই৷ তবে বিশ্বকাপ শুধু সবুজ মাঠের লড়াই নয়, বিপণন সংস্থাগুলির বিরাট বাজারও বটে৷ বিশেষ করে বিশ্বকাপের সঙ্গে জুড়ে থাকে ক্রিড়া বিপণন ব্যবসা৷ বিশ্বের নামীদামী ক্রিড়া ও পোশাক সংস্থাগুলি তাদের বিশ্বকাপ স্পেশ্যাল পণ্য নিয়ে হাজির হয়৷ একই ভাবে তৈরি হয় বিরাট জুতোর বাজার৷ এই সময় বড় বড় ব্র্যান্ডগুলি খেলোয়াড়দের জন্য তৈরি করে নতুন জুতো।  আর সেই মডেলের জুতোগুলি বাজারে বিক্রি হয় চড়া দামে৷  

আরও পড়ুন- কীভাবে ফিরে এলেন বিশ্বকাপে অনিশ্চিত হয়ে যাওয়া নেইমার? কোন চিকিৎসায় সুস্থ হলেন তিনি?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসিদের জন্য এই ব্র্যান্ডগুলো উচ্চ মানের জুতো স্পন্সর করে থাকে। যাতে প্লেয়াররা তাদের পারফরম্যান্সও এক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে৷ সম্ভবত  মেসি এবং রোনাল্ডো উভয়ের কাছেই ২০২২ কাতার বিশ্বকাপই শেষ বিশ্বকাপ৷ ফলে তাঁদের জন্য তৈরি জুতো কী পরিমাণে বিক্রি হবে তা সহজেই অনুমেয়৷ 

বরাবরই লিওনেল মেসির জুতো স্পন্সর করে আসছে অ্যাডিডাস। কাতার বিশ্বকাপে এই ফুটবল সম্রাটের জন্য তারা তৈরি করেছে সোনালী রংয়ের ফুটবল জুতো। অ্যাডিডাসের তরফ থেকে জানানো হয়েছে, ২০০৬ বিশ্বকাপে যে জুতো পরে খেলেছিলেন মেসি, সেই অনুপ্রেরণাতেই বানানো হয়েছে এই জুতোটি। বিশ্বকাপে মেসির পারফরম্যান্স যেমন হবে তেমন রঙেরই জুতো বানানো হয়েছে৷ জানিয়েছে, অ্যাডিডাস।

মেসির পায়ে সেজে ওঠা এই জুতোর নাম দেওয়া হয়েছে স্পিডপোর্টাল৷ আর্জেন্টিনার জার্সির সঙ্গে রংমিলিয়ে মেসির জুতোতে রাখা হয়েছে নীল-সাদা দাগও৷ ২২ নম্ভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে প্রথমবার ম্যাচে এই জুতো পড়েই নেমেছিলেন লিও৷ অন্যদিকে, ফুটবলের আরও এক কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য জুতো তৈরি করেছে বিখ্যাত সংস্থা নাইকি৷ এই ক্রিড়া পণ্য প্রস্তুতকারী কোম্পানি তাদের বিখ্যাত মারকিউরাল সিরিজের নতুন মডেল তৈরি করে পর্তুগানের এই তারকার জন্য।

কাতার বিশ্বকাপে পর্তুগিজ এই কিংবদন্তি তার শেষ বিশ্বকাপ খেললেন নাইকি মারকিউরাল যুম সুপারফ্লাই পায়ে। এই জুতো বিখ্যাত নকশা আজুলেহোস থেকে অনুপ্রাণিত। মোট তিনটি রঙে এই জুতো তৈরি করা হয়েছে৷ ধাতব তামা, সাদা এবং নীল সাদা রংয়ের। তামাটে রঙটি অনুপ্রাণিত বিশ্বকাপ ট্রফির রঙ থেকে।

অন্যতম বড় ক্রিড়া বিপণন সংস্থা পিউমা বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল সুপারস্টার নেইমারের জন্য নিয়ে এসেছে ড্রিম চেজার বুট৷ এর অর্থ স্বপ্ন সন্ধানী। বিশ্বকাপে তার স্বপ্ন সত্যি করার উদ্দেশ্য নিয়েই এই জুতো তৈরি করেছে পিউমা। এই জুতোয় রয়েছে সোনালী এবং গেরুয়া রঙ৷