ফের উজ্জ্বল বাংলা, দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে রাজ্য

ফের উজ্জ্বল বাংলা, দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে রাজ্য

কলকাতা:  প্রাথমিক শিক্ষায় রাজ্যের মুকুটে জুড়ল নতুন পালক৷ দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা৷ প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে৷ পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ৫টি মানদণ্ডের নিরিখে এই মূল্যায়ন করা হয়েছে।  জাতীয় ব়্যাঙ্কিংয়ে ফাউন্ডেশনাল লিটেরেসি ও নিউমেরেসি সূচকে প্রথম বাংলা৷ 

আরও পড়ুন- আরও নামল পারদ, ধুন্ধুমার ব্যাটিংয়ে শুক্রবারই শহরের শীতলতম দিন

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সর্বশেষ প্রতিবেদনে প্রাথমিক শিক্ষায় শীর্ষ স্থান দখল করেছে বাংলা৷ পাঁচটি প্যারামিটার যথা- শিক্ষার পরিকাঠামো, শিক্ষার সুযোগ, মৌলিক স্বাস্থ্য, শিক্ষার ফলাফল ও পরিচালন ব্যবস্থার মূল্যায়নের ভিত্তিতে এই শিরোপা৷ রাজ্যগুলিকে চারটি ভাগে ভাগ করে এই মূল্যায়ন করা হয়েছে৷ যথা- ছোট রাজ্য, বড় রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্য৷ বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষস্থান দখল করেছে৷ শিক্ষাদফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের প্রাপ্ত নম্বর ৫৮.৯৫৷ ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে কেরল৷ কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে শীর্ষে লাক্ষাদ্বীপ ও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শীর্ষে মিজোরাম৷  

১০ বছরের নীচে পড়ুয়াদের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সর্বশেষ যে রিপোর্টে প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দেশের বড় রাজ্যগুলির মধ্যে সর্বোত্তম কেন্দ্রের তরফে যে ব়্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে তাতে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ৷ এই খবর জানার পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ টুইটে শিক্ষক, অভিভাবক, শিক্ষা দফতরকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি লেখেন, টুইটে বলেন, “পশ্চিমবঙ্গের জন্য দারুণ খবর। আমরা Foundational Literacy & Numeracy Index অনুযায়ী দেশের সব রাজ্যের মধ্যে বাংলা শীর্ষস্থান অধিকার করেছি। আমি এই অসামান্য কৃতিত্বের জন্য আমাদের শিক্ষা বিভাগের সকল শিক্ষক, অভিভাবক এবং সদস্যদের অভিনন্দন জানাই।”  কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের ব়্যাঙ্কিংয়ে পশ্চিমবঙ্গ শীর্ষে থাকাটা নিশ্চিত ভাবেই নজিরবিহীন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − nine =