আরও নামল পারদ, ধুন্ধুমার ব্যাটিংয়ে শুক্রবারই শহরের শীতলতম দিন

আরও নামল পারদ, ধুন্ধুমার ব্যাটিংয়ে শুক্রবারই শহরের শীতলতম দিন

 

কলকাতা: রাজ্য জুড়ে শীতের পরশ৷ নিম্নচাপের বাধা কাটতেই উত্তুরে হাওয়ায় শুরু হয়েছে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ সপ্তাহের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি৷ শুক্রবার তা আরও খানিকটা কমল৷ আগামী কয়েকদিনে ঠান্ডা আরও বাড়তে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের৷ 

আরও পড়ুন- ‘যাঁরা বলত মমতাজি দুর্গাপুজো করতে দেয় না, তাঁদের মুখে চুনকালি পড়েছে….’

শুক্রবার পরিষ্কার রোদ ঝলমলে আকাশে বেশ ঠান্ডা অনুভূত হবে৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ গত কয়েকদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রির বেশি৷ পতন হয়েছে সর্বনিম্ন তাপমাত্রারও৷ শহরের সর্বনিম্ন চাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমে এখন পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা। ফলে বলতেই হয়, এ যাবৎ শুক্রবারই শহরের শীতলতম দিন।

এ বছরে মোটামুটি সময় মতোই ঢুকে পড়েছে শীত৷ তবে বারবার বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বায়ুতে ঢুকে পড়েছিল জলীয় বাষ্প৷ যার জেরে শুরুতেই ধাক্কা খেতে হয়েছিল শীতকে৷ সেই প্রভাব কিছুটা কমতেই জাঁকিয়ে বসেছে ঠান্ডা। অন্যদিকে, উত্তরপশ্চিম ভারতে শৈত্য প্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে৷ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাবে হু হু করে নামছে শীতের পারদ৷

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়ছে শীতের দাপট৷ দার্জিলিং-সহ গোটা উত্তরবঙ্গে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেছে শীত৷ হাওয়া অফিস জানাচ্ছে, এই ভাবে চলতে থাকলে অচিরেই সান্দাকফুতে তুষারপাত দেখা যেতে পারে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =

ব্যাটিং শুরু বঙ্গে, আরও পারদ পতনে মঙ্গলেই মরশুমের শীতলতম দিন

ব্যাটিং শুরু বঙ্গে, আরও পারদ পতনে মঙ্গলেই মরশুমের শীতলতম দিন

কলকাতা: রোদ ঝলমলে আকাশে ক্রমেই জাঁকিয়ে বসছে শীত৷ জেলায় জেলায় পারদ পতন৷ সোমবারের চেয়ে মঙ্গলবার আরও নামল পারদ৷ এখনও পর্যন্ত মঙ্গলবারই এই মরশুমের শীতলতম দিন৷ নিম্নচাপের ইনিংস শেষ হতেই ব্যাট হাতে নেমে পড়েছে শীত৷ জমজমাট ইনিংস খেলবে এমনটাই আশা বঙ্গবাসীর৷ রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই হাড় কাঁপুনি ধরিয়েছে শীত৷ 

আরও পড়ুন- ‘বায়োমেট্রিক’ না মিললেও মিলবে রেশন! ডিলারদের নয়া নির্দেশিকা!

মঙ্গলবার  কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ  পরিষ্কার থাকবে বলেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। তবে সকালের দিকে কিছু এলাকা কুয়াশা দেখা যেতে পারে৷ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

সময়মতো শীত বঙ্গে ঢুকে পড়তে পারলেও, ইনিংস শুরুর আগে বারবার বাধা এসেছে৷ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে বাতাসে জলীয় বাষ্প মিশেছে৷ মেঘলা আকাশ উত্তুরে হাওয়ার গতিপথে বাধা সৃষ্টি করেছে৷ স্বাভাবিকের তুলনায় তাপমাত্রাও বেশি থেকেছে। কিন্তু সেই বাধা কাটতেই বাংলায় ঢুকে পড়েছে শীত। হাওয়া অফিস জানাচ্ছে, নতুন করে পারদ পতন না হলেও আগামী কয়েক দিন একই রকম ঠান্ডা বজায় থাকবে। তবে আগামী সপ্তাহ থেকে আরও বাড়তে পারে ঠান্ডার প্রকোপ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =