‘যাঁরা বলত মমতাজি দুর্গাপুজো করতে দেয় না, তাঁদের মুখে চুনকালি পড়েছে….’

‘যাঁরা বলত মমতাজি দুর্গাপুজো করতে দেয় না, তাঁদের মুখে চুনকালি পড়েছে….’

ccae0be3fa419f2d0c67954884dcc089

কলকাতা:  বাংলা ও বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে৷ আজ ভোটের প্রচারে এসে ইউনেস্কোকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি নাম না করে একহাত নিলেন বিজেপি’কে৷  

আরও পড়ুন- উদ্বাস্তুদের উচ্ছেদ নয়, বস্তিবাসীদের পাট্টা, বড় প্রতিশ্রুতি মমতার

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ বলত মমতাজি দুর্গাপুজো করতে দেয় না, আজ তাঁদের মুখে চুনকালি পড়েছে৷ কারণ আজ বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ পেয়েছে৷ বাংলার দুর্গা পুজো গোটা বিশ্বে বন্দিত৷ আমি গর্বিত, সুরভিত, বিকশিত৷ তিনি বলেন, আপনাদের ভোটে বাংলাকে বিশ্বসেরা করবই করব৷ আমাকে সবাই ডাকে৷ ফ্রান্স থেকে পোপও ডেকেছে৷ আমিই সময় দিতে পারি না৷ তবে যেখানেই থাকি বাংলাকে বিশ্বসেরা করে ছাড়ব৷ 

মমতা আরও বলেন, আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে৷ সারা পৃথিবীর আলোকে আলোকিত করেছে৷ পাড়ায় বড় বড় করে লিখুন, দুর্গাপুজো আজ বিশ্বের উৎসব৷ বিশ্ব বাংলা আর দুর্গা পুজো আজ বিশ্বসেরা৷ সারা ভারতবর্ষ সারা পৃথিবী এটাকে নিয়ে গর্ব করুক৷ এটা সবে শুরু৷ আরও হবে৷ 

জতি, ধর্ম নির্বিশেষে সকলে দুর্গা পুজোয় মেতে ওঠে মানুষ৷ দুর্গা পুজোয় থাকে না কোনও ভেদাভেদ, দূরত্ব৷ ধর্ম ও শিল্পের মেলবন্ধনেই এই হেরিটেজ তকমা৷ বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, পরম্পরাকে স্বীকৃতি দিল ইউনেস্কো৷ যা বাংলার কাছেও অত্যন্ত সম্মানের৷ বুধবার বিকেলে ইউনেসকোর তরফে জানানো হয়, বাংলার দুর্গাপুজোকে ইনট্যানজিবেল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় যুক্ত করা হল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *