লাগবে না ভোটার কার্ড! ভোট দেওয়ার নয়া উপায় বাতলে দিল খোদ কমিশন

প্রথম দফার ভোট শুরুর আগে নয়া গাইডলাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন

কলকাতা: শেষ হয়েছে প্রথম দফা নির্বাচনের প্রচার। গত কয়েক মাস ধরে যে নির্বাচনী উন্মাদনার সাক্ষী থেকেছে বাংলা, অবশেষে তার পরিণাম আসন্ন। আগামীকালই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের প্রথম দফা। ভোট প্রস্তুতির শেষ পর্যায়ে তাই এবার নির্বাচনের নিয়ম কানুন আরো একবার স্পষ্ট করে দিল কমিশন। 

এবারে কমিশন নির্দিষ্ট ভোটের নিয়মকানুনের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হল পরিচয়পত্র। ২০২১ সালের ভোট দিতে আবশ্যক নয় ভোটার কার্ড, এদিন বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। জানা গেছে, ভোটার কার্ড না থাকলে তার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে আধার কার্ড, পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড কিংবা ভারতীয় পাসপোর্ট। এছাড়াও জব কার্ড, হেলথ স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড, এমনকি পেনশনের কাগজপত্র কিংবা অফিস ও সরকারি যে কোনো সচিত্র পরিচয়পত্রই ভোট দেওয়ার বৈধ নথি হিসেবে বিবেচিত হবে। তাই কোনো কারণে যাঁদের কাছে ভোটার কার্ড নেই, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় আর তাঁদের কোনো বাঁধা থাকবে না। 

আরও পড়ুন- “বড় নেতা চলে গিয়েছেন, মাঝারিরা ব্ল্যাকমেল করছেন”, অনুব্রতকে খোঁচা দিলীপের

করোনা আবহে এবার ভোটের সময় অবলম্বন করতে হবে অতিরিক্ত সতর্কতা। ভোটের দিন ভোটগ্রহণ কেন্দ্রে অবশ্যই মাস্ক পড়তে হবে, এবং ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার, জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রেই থাকবে দেহের তাপমাত্রা মাপক যন্ত্র। কমিশনের তরফে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে হাতে গ্লাভস পড়ে ভোট দেওয়ার অনুরোধ করা হয়েছে নাগরিকদের। 

প্রথম দফা নির্বাচনের দুদিন আগে কমিশনের তরফে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে, তাতে ভোটের জন্য ঘুষ নেওয়ার মতো কোনো অসৎ পন্থা অবলম্বন করার বিষয়ে সতর্ক করা হয়েছে ভোট দাতাদের। এছাড়া, ভোটকেন্দ্রে কোনোরকম ঝামেলা সৃষ্টি করলে কিংবা অন্য কারোর ছদ্মবেশে ভোট দেওয়ার চেষ্টা করলে কড়া শাস্তির নিদানও দেওয়া হয়েছে। সবমিলিয়ে সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণের জন্য কমিশন বদ্ধপরিকর, ইঙ্গিত মিলছে তেমনটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *