খাস কলকাতায় ‘কাঁচা বাদাম’, তৃণমূলের প্রচারে ভাইরাল ‘বাদামকাকু’

খাস কলকাতায় ‘কাঁচা বাদাম’, তৃণমূলের প্রচারে ভাইরাল ‘বাদামকাকু’

কলকাতা:  কলকাতা পুরভোটের প্রচারেও এবার ‘কাঁচা বাদাম’৷ সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে সঙ্গে নিয়ে প্রচারে নামলেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী৷ প্রতারের সঙ্গে সঙ্গে চলল ভুবনবাবুর গান৷ 

আরও পড়ুন- গ্রামের মেঠো পথ ছেড়ে ঝাঁ চকচকে স্টুডিয়ো! গান রেকর্ড করলেন ‘কাঁচা বাদাম’ স্রষ্ঠা ভুবন

পুরভোটের প্রচারে শেষবেলায় একের পর এক চমক৷ উল্টোডাঙ্গার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সঙ্গে এবার প্রচারে নেমেছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর৷ তাঁকে দেখতে স্বভাবতই জমে বাড়তি ভিড়৷ এ প্রসঙ্গে অমলবাবুর বক্তব্য, ‘কাঁচা বাদাম আমাদের সকলেরই প্রিয়৷ এখন সিনেমা-থিয়েটার হল বন্ধ হয়ে গিয়েছে৷ আমরা আগে সিনেমা দেখতে গিয়ে হাফ টাইমে বাদাম খেতাম৷ পার্কে গিয়েও বাদাম খেতাম৷ লকডাউনে সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছে৷ ভুবনবাবু বাড়ি বাড়ি গিয়ে ৫ টাকা করে বাদাম বেঁচছেন৷ উনি যদি আমরা প্রচারে গিয়ে কিছু বিক্রি করতে পারেন, তাহলে ওঁরও কিছু লাভ হবে৷ আমি ওঁকে হাইলাইট করতে চাইছি আমার প্রচারের মাধ্যমে৷’’ 

এদিন দেখা যায়, বাড়ির সামনে ও রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের হাতে বাদাম তুলে দিচ্ছেন ভুবন বাদ্যকর৷ সঙ্গে গাইছেন নিজের গাওয়া গান৷ এবিষয়ে ভুবনবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘প্রচারে এসে খুবই ভালো লাগছে৷ মনের বাসনা পূর্ণ হল৷’’ দিদিকে বাদাম খাওয়ানোর ইচ্ছা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷ প্রসঙ্গত, ‘কাঁচা বাদাম’-এর হাত ধরে সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর৷ আট থেকে আশি, সকলের মুখে মুখে এখন ফিরছে ‘কাঁচা বাদাম’৷ সম্প্রতি ‘কাঁচা বাদাম’ সহ ১০টি গান রেকর্ডও করে ফেলেছেন ‘বাদামকাকু’৷ এই রকম একজন ব্যক্তিকে নিয়ে প্রচারে নামায় প্রশ্ন উঠেছে তৃণমূল প্রার্থীর ভূমিকা নিয়েও৷ মিখে তিনি ভুবনবাবুর ফায়দার কথা বললেও, আসল ফায়দাটা কার, তা নিয়েও শুরু হয়েছে সমালোচনা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − ten =