গ্রামের মেঠো পথ ছেড়ে ঝাঁ চকচকে স্টুডিয়ো! গান রেকর্ড করলেন ‘কাঁচা বাদাম’ স্রষ্ঠা ভুবন

গ্রামের মেঠো পথ ছেড়ে ঝাঁ চকচকে স্টুডিয়ো! গান রেকর্ড করলেন ‘কাঁচা বাদাম’ স্রষ্ঠা ভুবন

12325e4305acce0d969eeebf1670e4b3

 কলকাতা:  গত কয়েকদিন ধরে নেট দুনিয়া তোলপাড় করেছে ‘কাঁচা বাদাম’৷ চূড়ান্ত ভাইরাল সেই গানই ঘুরিয়ে দিল ‘কাঁচা বাদাম’-এর শ্রষ্ঠা ভুবন বাদ্যকরের ভাগ্যের চাকা৷ স্টুডিয়োয় দাঁড়িয়ে ‘কাঁচা বাদাম’ সহ ১০টি গান রেকর্ড করে ফেললেন ভাইরাল ভুবন বাদ্যকর৷ তাঁর সঙ্গে ডুয়েট গাইলেন মাম্পি চক্রবর্তী৷ 

আরও পড়ুন- জীবন-জীবিকা-পরিবেশে জোর! ‘স্টিয়ারিং, বামদিকে ঘুরিয়ে দিন.’ স্লোগানে ইস্তেহার প্রকাশ বামেদের

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর পেশায় বাদাম বিক্রেতা৷ ঘুরে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন তিনি৷ কিন্তু তেমন লাভ হচ্ছিল না তাঁর৷ মন্দা কটাতে তাই লিখে ফেলেন একটি গান৷ আর সেই গানেই তিনি এখন সেলিব্রিটি৷ ভারত থেকে বাংলাদেশ, বিভিন্ন ইউটিউবার তাঁর গান শ্যুট করেছেন৷ এই গান দিয়ে অনেকে ইউটিউব থেকে মোটা টাকা রোজগারও করছেন৷ তবে একধাপ এগিয়ে বাংলাদেশের এক ব্যক্তি ভুবন বাদ্যকরের গানকে নিজের কপিরাইট বানিয়ে নিয়েছেন৷ ভূবনবাবুকে নিয়ে প্রায় প্রতিটি টিভি চ্যানেল এবং সংবাদপত্রের পাতায় খবর হয়েছে৷  আট থেকে আশি, সকলের মুখে মুখে ফিরছে ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম , আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম৷ আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম৷’  

কাঁচা বাদাম ভাইরাল হতেই ভুবনবাবু রাতারাতি সেলিব্রিটি৷ তাঁর বাড়ির বাইরে শুভানুধ্যায়ীদের ঢল৷ এতদিন তাঁর গান নিয়ে অনেকেই রমরমিয়ে ব্যবসা করছেন৷ কিন্তু তাতে লাভ হয়নি ভুবনের৷ তবে এবার ঘুরে গিয়েছে ভাগ্যের চাকা৷ গ্রামের পথ ছেড়ে ভূবন বাদ্যকর পা রাখলেন স্টুডিয়োয়৷  করলেন গান রেকর্ড৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *