পড়ুয়াদের দিকে ঢিল ছুড়লেন বিদ্যুৎ চক্রবর্তী! নয়া বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য

পড়ুয়াদের দিকে ঢিল ছুড়লেন বিদ্যুৎ চক্রবর্তী! নয়া বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য

বোলপুর: বিশ্বভারতীতে অশান্তি অব্যাহত৷ গত কয়েক দিন ধরেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়াদের একাংশ। মঙ্গলবার পড়ুয়াদের বিক্ষোভ উপেক্ষা করে বাইরে বেরোতে চান উপাচার্য৷ সেই সময়ই তৈরি হল নজিরবিহীন পরিস্থিতির৷ পড়ুয়াদের দিকে ঢিল ছুড়লেন উপাচার্য৷ এমনটাই অভিযোগ পড়ুয়াদের। এরই মধ্যে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের হাতে ঢিল তুলে পড়ুয়াদের দিকে ছুড়ছেন (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজ বিকেল.কম)। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল৷ 

আরও পড়ুন-MBBS সংরক্ষণ নিয়ে অন্তর্বর্তী নির্দেশ ডিভিশন বেঞ্চের, আগের রায়ে আপাতত হস্তক্ষেপ নয়

প্রায় কুড়ি দিন ধরে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন পড়ুয়াদের একাংশ। আন্দোলনকারীদের দাবি, ‘‘বিশ্বভারতীর উপাচার্য স্বৈরাচারী মনোভাব নিয়ে চলেন৷ তাঁর পদত্যাগ করা উচিত।’’ এই বিক্ষোভ তুলতে তৎপর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  মঙ্গলবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷