নয়া রণকৌশল! রুশ সেনাকে বিভ্রান্ত করতে রাস্তার দিকনির্দেশ মুছে দিচ্ছে ইউক্রেন

নয়া রণকৌশল! রুশ সেনাকে বিভ্রান্ত করতে রাস্তার দিকনির্দেশ মুছে দিচ্ছে ইউক্রেন

কিয়েভ: ইউক্রেনে চলছে পুরোদস্তুর যুদ্ধ৷ রাজধানী কিয়েভের দখল নিতে এগিয়ে চলেছে রুশ বাহিনী৷ পুতিনের সেনাদের বিভ্রান্ত করতে নয়া কৌশল নিল ইউক্রেন। রাস্তার সমস্ত চিহ্ন মুছে দিয়ে রুশ হানাদারবাহিনীকে দিকভ্রান্ত করার রণনীতি নিল তাঁরা। রুশ সেনারা যাতে কোও ভাবেই ইউক্রেনের অন্যান্য প্রান্তে পৌঁছতে না পারে তার জন্যেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে খবর।

আরও পড়ুন- ইংলিশ চ্যানেলে রাশিয়ার পণ্যবাহী জাহাজ আটকাল ফ্রান্স, শুরু তদন্ত

উল্লেখ্য, সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাতেই দিক নির্দেশনা থাকে৷ যা দেখে সহজেই গন্তব্যে পৌঁছনো সম্ভব হয়। কিন্তু রুশ সেনাদের রুখতে এবার ইউক্রেন রাস্তা থেকে সমস্ত দিকনির্দেশ সরিয়ে নেওয়া হল৷ এর ফলে রুশ সেনাদের একটি চক্রব্যূহে আটকে ফেলা যাবে৷ গন্তব্যস্থলে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হবে তাঁদের৷ এককথায় দিকভ্রান্ত হয়ে পড়বে পুতিন বাহিনী। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই রুশ সেনাদের উপর পাল্টা আক্রমণ শানাতে চাইছে ইউক্রেন৷ রাজধানী কিয়েভে ঢুরে পড়লেও প্রতি মুহূর্তে তাদের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। অন্য দিকে, তুমুল সংঘর্ষ বেধেছে খারকিভেও। রুশ বাহিনীকে রুখতে বন্দুক হাতে পথে নেমেছে দেশের সাধারণ নাগরিকরাও৷ 

রাশিয়ার বিপুল শক্তির সামনে মাথাতুলে দাঁড়াতে না পারলেও  ছোট ছোট কৌশলে রুশ সেনাদের ফাঁদে ফেলার কাজ শুরু করে দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। একদিকে তারা যেমন চিনের পোড়া মাটি তত্ত্ব গ্রহণ করেছেন, অন্যদিকে রাস্তার সব দিকনির্দেশ সরিয়ে দেওয়া হচ্ছে৷ দেশেরই একটি নির্মাণ সংস্থা এই দায়িত্ব পালন করছে। ওই সংস্থার বক্তব্য, রুশ সেনাদের বিভ্রান্ত করে  তাদেরকে নরকে পাঠিয়ে ছাড়া হবে।