নানুর: অষ্টম দফায় সকাল থেকেই সংবাদ শিরোনামে বীরভূম৷ নানুরের দাসখল গ্রামে বিজেপির দুই পোলিং এজেন্টকে মারধর করে রাস্তায় ফেলে রাখার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷ সংজ্ঞাহীন অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হল হাসপাতালে৷
আরও পড়ুন- শয্যার সমস্যা মিটবে, করোনা আবহে রাজ্য চালু করল অনলাইন পরিষেবা
নানুরের দাসখলে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই চলছে ভোটগ্রহণ। এখানে ভোট ঠিকঠাক চলছে বলেই দাবি বাহিনীর। কিন্তু এই বুথেরই দুই বিজেপি এজেন্ট এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা বুথ ছেড়ে বেড়িয়ে যেতে চাইছেন। তাঁরা চাইছে প্রশাসন তাঁদের নিরাপদে বাড়িতে পৌঁছে দিক। কারণ এই স্কুলেরই অপর একটি বুথে থাকা দুই বিজেপি এজেন্টকে বোলপুর-কিন্নাহার সড়ক থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা। বিজেপি’র দাবি, তৃণমূলের লোকেরাই তাঁদের মারধর করে রাস্তার উপর ফেলে চলে গিয়েছে৷ এর পরেই দাসখল বুথ থেকে এজেন্ট প্রত্যাহার করে নেয় গেরুয়া শিবির৷