কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতির এই আবহের অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের মধ্যে অন্যতম বড় সমস্যা হাসপাতালের খালি বেড না পাওয়া। এবার এই সমস্যা সমাধানের পদক্ষেপ নিল রাজ্য সরকার। করোনা হাসপাতালগুলিতে খালি বেডের সন্ধান দিতে নতুন অনলাইন পরিষেবা চালু করেছে নবান্ন। এই ওয়েবসাইটে ঢুকলে কলকাতাসহ রাজ্যের প্রতিটি জেলার সরকারি হাসপাতালগুলোতে কতগুলি বেড খালি রয়েছে তা জানা যাবে। এর পাশাপাশি ওই ওয়েবসাইটের মাধ্যমে হাসপাতালে ভর্তির জন্য আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।
এখন আপাতত ওই ওয়েবসাইট জানাচ্ছে, দুপুরে কলকাতার মোট ৬টি করোনা হাসপাতালের ৩৫০টি শয্যার মধ্যে ২৭টি খালি রয়েছে। বেলঘাটা আইডি, এমআর বাঙুর, মেডিক্যাল কলেজ হাসপাতাল, থেকে শুরু করে এনআরএস হাসপাতাল, আর জি কর হাসপাতাল রয়েছে এই তালিকায়। রয়েছে, সাগর দত্ত, চিত্তরঞ্জন হাসপাতালের তথ্য। গত বছর সংক্রমণ পরিস্থিতিতে করোনা রোগীদের জন্য ‘কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করা হয়েছিল। এবার চালু হল বেড সমস্যা মেটাতে এই পোর্টাল।