আগরতলা: সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তিন রাজ্যের ভোট গণনা৷ চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷ এগিয়ে শুরু করেও আপাতত ত্রিপুরায় ৩০ আসনে এগিয়ে গিয়েছে বিজেপি৷ সকাল সাড়ে ন’টা পর্যন্ত ১৩টি আসনে এগিয়ে রয়েছে বামেরা।
আরও পড়ুন- হিরের অন্তর্বাস থেকে পেপারওয়েট, কিংবা রাজকীয় ঢঙে কুকুরের বিয়ে! ভারতীয় রাজাদের বিলাসযাপন
মেঘালয় নিয়ে নতুন আশার আলো দেখছে তৃণমূল৷ সে রাজ্যে নতুন সকাল দেখবে কি ঘাসফুল শিবির? সে দিকেই নজর সকলের৷ মেঘালয়ে ৬০ টি আসনের মধ্যে ১৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ও কংগ্রেসকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এনপিপির সঙ্গে তৃণমূলের ব্যবধান খুবই কম। এনপিপি এগিয়ে রয়েছে ১৮টি আসনে। সে রাজ্যে বিজেপি এবং কংগ্রেস যথাক্রমে এগিয়ে রয়েছে ১০টি এবং ৭টি আসনে।
এদিকে, গত বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করে নাগাল্যান্ডে সরকার গড়েছিল এনডিপিপি। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সেই এনডিপিপি ৩০টি আসনে এগিয়ে। বিজেপি রয়েছে অনেকটাই পিছনে৷ তারা এগিয়ে রয়েছে ১২টি আসনে। বিরোধী এনপিএফ এগিয়ে রয়েছে ২টি আসনে৷
তবে নজরে রয়েছে মেঘালয়৷ কারণ, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে পূর্বতন শাসক দল এনপিপি এবং প্রধান বিরোধী তৃণমূলের মধ্যে। এনপিপি নেতা তথা মেঘালয়ের বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা তাঁর বিধানসভা কেন্দ্র দক্ষিণ তুরাতে পিছিয়ে পড়েছেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>