৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, ১০ পেরনোর আশায় বিরোধীরা

৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, ১০ পেরনোর আশায় বিরোধীরা

0268d87d5e2342fd07a6e28337a9630f

কলকাতা:  সকাল ৮টা থেকে শুরু হয়েছে কলকাতা পুরসভার ভোটগণনা৷ ১১৭, ১১৮ এবং ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল৷  এগিয়ে রয়েছে ১৪৪টি ওয়ার্ডে৷ বিজেপি এগিয়ে তিন আসনে৷ কংগ্রেস ও বামেরা এগিয়ে দুটি করে আসনে৷ ১টি আসনে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী৷ 

আরও পড়ুন- বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত, কততে নামল পারদ?

১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অমিত সিংহ। ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তারক সিংহ এবং ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কাকলি বাগ। এদিকে বেহালায় ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়৷ প্রসঙ্গত, এখনও এই ওয়ার্ডের ভোটার প্রাক্তন মেয়র শোভনবাবু৷ কিন্তু প্রার্থী পছ্ন্দ না হওয়ায় তিনি ভোট দেননি৷ অন্যদিকে, ৮২ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম৷ তিনি কলকলকাতা পুরকর্পোরেশনের বিদায়ী মেয়রও বটে৷ 
অন্যদিকে, বিজেপি’র মুখ রক্ষা করছেন মীনাদেবী পুরোহিত ও সজল ঘোষ৷ ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে সজলবাবু৷ ২২ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে মীনাদেবী পুরোহিত৷ ২০১৫ সালেও এই আসনে জয়ী হয়েছিলেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *