বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত, কততে নামল পারদ?

বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত, কততে নামল পারদ?

কলকাতা: জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে৷ হু হু করে ঢুকছে কনকনে উত্তুরে হাওয়া৷ সোমবার ছিল এ মরশুমের সবচেয়ে শীতলতম দিন৷ আজ মঙ্গলবারও মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সিলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম৷ জেলায় শীতের কামড় আরও জোড়াল হয়েছে৷ বড়দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম৷ উত্তরবঙ্গেও চলছে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ 

আরও পড়ুন- ক্রমশ স্পষ্ট হচ্ছে ট্রেন্ড, কটি আসনে এগিয়ে BJP, বাম ও কংগ্রেস?

শীতের আমেজ বেশ ভাল ভাবেই উপভোগ করছে রাজ্যের মানুষ৷ কেউ আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন, কেউ আবার গরম চায়ে চুমুক দিচ্ছেন৷ কেই আবার উপভোগ করছেন বনভোজন৷ সব মিলেয়ে জমজমাটি শীতের আসর৷ শীতের পরশ গায়ে মেখেই শাল, চাদর, সোয়েটারে মুড়িয়ে কলকাতার মানুষ সকাল সকাল বেরিয়ে পড়ছেন মর্নিং ওয়াকে৷ 

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে পারদ আরও নেমেছে। সকালের গিকে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ কুয়াশায় ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে৷ হাওয়া অফিস জানাচ্ছে, শনিবারের পর থেকেই আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে৷ তবে আগামী কয়েকদিন এমনই ঠান্ডা উপভোগ করবে রাজ্যবাসী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 11 =